ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শতভাগ বেতন বৃদ্ধির দাবিতে টেলিটক কর্মচারীদের কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
শতভাগ বেতন বৃদ্ধির দাবিতে টেলিটক কর্মচারীদের কর্মসূচি

ঢাকা: সরকার ঘোষিত নতুন পে-স্কেলের মতো কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন বৃদ্ধির দাবিতে সোমবার (০১ আগস্ট) সারাদেশে দিনব্যাপী বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টেওয়া)।

রোববার (৩১ জুলাই) টেওয়ার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে জানানো হয়, দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ইতোমধ্যে সরকার ঘোষিত নতুন পে-স্কেল (২০১৫) বাস্তবায়ন করেছে। কিন্তু এখন পর্যন্ত টেলিটক কর্তৃপক্ষ বেতন বাড়ানোর বিষয়টি বাস্তবায়ন করতে পারেনি।

এ সমস্যার সমাধানের জন্য প্রতিষ্ঠানটির কর্মচারীরা বেশ কয়েকবার কর্মস্থলে বিক্ষোভ সমাবেশও করেন।  

পরে ৩১ জুলাইয়ের মধ্যে বিষয়টির সমাধান দেওয়ার আশ্বাস দিলেও ব্যর্থ হওয়ার এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।  

কর্মসূচির অংশ হিসেবে টেলিটকের প্রধান কার্যালয়সহ সারাদেশের অফিসগুলোতে বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
আরএইচএস/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।