ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভিআর হেডসেড আনছে জিওমি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
ভিআর হেডসেড আনছে জিওমি

ভার্চূয়াল রিয়েলিটি প্রযুক্তি সেক্টরে প্রবেশের লক্ষ্যে স্মার্টফোন সহ অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ে আপাতত জিওমি’র পরিকল্পনা নেই। গুগলের ডেড্রিম প্লাটফর্ম ভিত্তিক নতুন একটি ভিআর হেডসেট প্রকাশের ইচ্ছা চীনভিত্তিক স্মার্টফোন প্রস্ত্ততকারক প্রতিষ্ঠানটির।

আর এটি কোনো গুজব খবর নয়। প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার তাং মু দৃঢ়ভাবেই ভিআর হেডসেটের পরিকল্পনার কথা প্রকাশ করেছে।

জিওমি পরবর্তী বড় পণ্য হিসেবে ঘোষণা করছে ভিআর হেডসেটের নাম। ১ আগস্ট এটি প্রকাশের সম্ভাবনা রয়েছে এমন তথ্য দিয়ে সাম্প্রতিক খবরগুলো প্রকাশিত হয়।

যার অর্থ পণ্যটি পুরোপুরি প্রস্ত্তত যে কোনো সময়ে এটি জিওমি ভক্তদের হাতের নাগালে আসতে পারে।

ধারণা করা হচ্ছে, ভার্চূয়াল রিয়েলিটি সেক্টরে চীনা প্রতিষ্ঠানটির প্রবেশের মূল কারণ অ্যান্ড্রয়েড ভিত্তিক নিজস্ব এমআইইউআই। নিজস্ব এই সফটওয়্যার দিয়ে তারা স্মার্টফোন সরবরাহ করে থাকে। অ্যান্ড্রয়েডে এটি শাখা ভার্সন, গ্রাহকদের স্ব-নির্ধারণের সুবিধা থাকায় বেশ নির্ভরযোগ্য। এছাড়া এতে আধুনিক ফিচার রয়েছে।

তাই এমআইইউআই ব্যবহারকারীদের ভিআর প্রোডাক্টের উন্নত অভিজ্ঞতা দিতে চায় জিওমি।

এমন খবরের সুত্র ধরে এ বছরের গুগল আইও’তে জিওমির ব্যতিক্রমী প্রবেশের বিষয়টি সামনে আনা হয়। কারণ ঐ সময় কেবল ফোরকে ক্ষমতার মি বক্স ঘোষণা দেয়ায় অনেকের কাছেই জিওমির বড় ধরনের পরিকল্পনা দিকটাও সুস্পষ্ট ছিল।

আরো বলা হয়, গ্রাহক আকৃষ্ট করতে স্মার্টফোন  সেক্টরে নির্দেশনার জন্য প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র রয়েছে। যেমন সাশ্রয়ী ক্যাটাগরিতে চমকপ্রদ অফার।

এছাড়া ডেড্রিম ক্ষমতাসম্পন্ন ভিআর হেডসেট সস্তা হবে বলেও প্রত্যাশা রয়েছে। বার্ষিক ডেভলপার কনফারেন্সে গুগল এটি অ্যান্ড্রয়েডে নেটিভ প্লাটফর্ম হিসেবে ঘোষণা করে।

প্রথমদিকে ডেড্রিম অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সনের জন্য তৈরি হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, সম্মেলনে ডেড্রিম সুসংগত স্মার্টফোনগুলোর হার্ডওয়্যারের ক্ষেত্রে শক্ত কিছু নিয়ম ঠিক করে দেয়।

তাই চীনের এই স্মার্টফোন নির্মাতা সেই নির্দেশনা অনুযায়ী স্মার্টফোন তৈরি করছে এবং
যে সকল ব্যবহারকারী ভার্চূয়ার রিয়েলিটে থেকে দুরে আছে বা অনিচ্ছুক হয়ত তাদের জন্য হেডসেট আনছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।