ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পুরস্কার পেলেন লাভা স্মার্টফোন ক্রেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
পুরস্কার পেলেন লাভা স্মার্টফোন ক্রেতারা ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লাভা স্মার্টফোন স্ক্র্যাচ কার্ড বিজয়ীরা পেলেন আকর্ষণীয় পুরস্কার। ঈদুল ফিতর উপলক্ষে লাভা তার ক্রেতাদের জন্য স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে নিশ্চিত উপহার প্রাপ্তির কার্যক্রম চালু করে।

মঙ্গলবার (০২ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজয়ীদের হাতে এলইডি টিভি, ফ্রিজ, এয়ারকুলার, মোবাইল হ্যান্ডসেটসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন লাভা ইন্টারন্যাশনাল এইচ কে লিমিটেডের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর গ্রামীন ডিস্ট্রিবিউশনের চিফ অপারেটিং অফিসার মো. জহুরুল হক বিপ্লব ও লাভার চিফ মার্কেটিং অফিসার অ্যারোন ম্যাও।

এ সময় উপস্থিত ছিলেন- জিডিএলের চিফ মার্কেটিং অফিসার মো. সিরাজুল হক, লাভার হেড অব মার্কেটিং মো. কামরুল ইসলাম ও মানবসম্পদ প্রধান মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে মো. জহুরুল হক বিপ্লব বলেন, আগামীতে লাভা মোবাইল সর্বাধুনিক সুবিধা সম্পন্ন স্মার্টফোন ক্রেতাদের হাতে তুলে দেবে যা সকলেরই ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

জিডিএলের চিফ মার্কেটিং অফিসার মো. সিরাজুল হক বলেন, বিক্রয় পরবর্তী সর্বোচ্চ সেবা ক্রেতাদের জন্য নিশ্চিত করেছে বলেই অল্প সময়েই লাভা এখন বাংলাদেশের অন্যতম মোবাইল ব্রান্ডে পরিণত হয়েছে।

লাভার মার্কেটিং ম্যানেজার মো. কামরুল ইসলাম বলেন, লাভা আইরিশ ৮৭০ বাংলাদেশ স্মার্টফোন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। মোবাইল ক্রেতাদের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
জেপি/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।