আজকের দিনেই পর্দা উঠে বিশ্বের প্রথম ওয়েবসাইটটির। তাই এর জন্মদিন বিশ্বের সকল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্যই বিশেষ।
আজকের দিনে অর্থাৎ ১৯৯১ সালের ৬ আগষ্ট প্রথম অবমুক্ত হয় এটি। সেই সময় এর অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা হয় 'http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html' এই ইউআরএলটি।
অবশ্য, সাইটটি বানানো হয়েছিল আরো আগেই। ১৯৯০ সালের ২১ ডিসেম্বর ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী বার্নার্স-লি এটি তৈরি করেন। ওই দিনটি ওয়েবসাইট তৈরির দিন হিসেবে ধরা হয়। ওই দিনে তার উদ্ভাবিত সাইটটিকে সার্নের [ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ] একটি কম্পিউটারে হোস্টিং করা হয়। কিন্তু তখনো তা ইন্টারনেট দুনিয়ায় আসেনি।
তৈরির প্রায় ৭ মাস পর অবশেষে আজকের দিনে ইন্টারনেট দুনিয়ার প্রথম ওয়েবসাইট হিসেবে যাত্রা শুরু করে বার্নাস লি’র এই সাইটটি। তাই শুভ জন্মদিন তো বলতেই হয়।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এমএডি/এসজেডএম