ভার্চূয়াল রিয়েলিটি হেডসেটের বাজারে জিওমির প্রবেশ অনেকটা হঠাৎ করেই।
সবাইকে চমকে দিতে বিদ্যমান ভিআর হেডসেটগুলোর তুলনায় একটু আলাদা ভিআর হেডসেট প্রকাশের ইচ্ছা ছিল জিওমির, যাতে গুগলের অ্যান্ড্রয়েড-বেজড ডেড্রিম থাকবে।
পণ্যটি নিয়ে এতোদিন যেমন গুজব তথ্য রটেছে তেমনি নির্ভরযোগ্য তথ্য ছিল।
১ আগস্ট ‘মি ভিআর প্লে’ নামের হেডসেটটির বেটা ভার্সনের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে চীনভিত্তিক এই স্মার্টফোন নির্মাতা। আর মাত্র ৮ ঘণ্টার মধ্যে ১ ইউয়ানে প্রায় ১০ লাখ নিবন্ধিত গ্রাহকও পায়।
মি ভিআর প্লে সম্পর্কে সদ্য এক খবরে জানানো হয়েছে যে আনুষ্ঠানিকভাবে এটি উন্মুক্ত করা হয়েছে। কিন্তু চীনের বাহিরে অন্যান্য দেশের যে সকল ভক্তরা এর আশায় রয়েছে তাদের জন্য হয়ত এটা সুখবর নয়। কেননা শুধমাত্র নিজ দেশে উন্মুক্ত করা হয়েছে মি প্লে। এছাড়া ডেড্রিমও নেই, খুব সাধারণভাবেই তৈরি করা হয়েছে পণ্যটি।
প্রায় ২০৮.৭ গ্রাম ওজনের মি ভিআর হেডসেটের সম্মুখভাগে খোলার জন্য দুই-দিকে আছে জিপার। ৪.৭ থেকে ৫.৭ ইঞ্চি পর্দার স্মার্টফোনগুলো সহজে এর সাথে লেগে থাকতে পারবে।
আরামের দিকটি ভেবে লিক্রা ফেব্রিক উপাদান ব্যবহার হয়েছে। প্রতিষ্ঠানের দাবি এটা ব্যবহারকারীদের স্ক্রিনের সঙ্গে খাপ খাবে।
এমন খবরে আলাচকরা বলছে, যেহেতু গুগলের ডেড্রিম সমর্থিত ভিআর হেডসেট আনার কথা ছিল। তার বদলে খুবই মৌলিক একটি হেডসেটের ঘোষণা দেয়া হয়েছে।
অবশ্য, মি ভিআর এর অনুষঙ্গ হিসেবে অপেন প্লাটফর্মভিত্তিক অ্যাপ থাকছে। যাতে কনডেনাস্ট এর মতো কিছু প্রকাশকের কনটেন্ট পাওয়া যাবে।
আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে সমর্থন করা পণ্যটি নিয়ে অনেক তথ্য উন্মোচিত হলেও কবে থেকে বাজারে পাওয়া যাবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ হয়নি।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এসজেডএম