ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সময় অনুযায়ী ইন্টারনেট প্যাক কিনতে রবি’র আইবাডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
সময় অনুযায়ী ইন্টারনেট প্যাক কিনতে রবি’র আইবাডি

ঢাকা: সময়ের হিসেবে ইন্টারনেট কেনার সুযোগ এনে ডাটা সেবায় এক যুগান্তকারী পরিবর্তন আনলো মোবাইল ফোন অপারেটর রবি।
আইবাডি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ১০ মিনিট, ৩০ মিনিট, ১ ঘণ্টা, ২ ঘণ্টা বা ১০ ঘণ্টা প্যাকেজের যে কোনোটি বেছে নিতে পারবেন।



বৃহস্পতিবার (১১ আগস্ট) রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইন্টারনেট প্যাক কেনায় দেশে প্রথমবারের মতো এমন সেবা আনলো অপারেটরটি।
প্রথমে গ্রাহকদের তাদের মোবাইল নম্বর দিয়ে অ্যাপটিতে নিবন্ধন করতে হবে। এরপর শুধু মিনিট অনুযায়ী ডাটা প্যাক কিনে অ্যাকটিভ করলেই ডাটা সেবা নিতে পারবেন। গ্রাহক মাঝে-মধ্যে বা নিয়মিত যেভাবেই ইন্টারনেট ব্যবহার করুন না কেন সবার জন্যই সুবিধাজনক এই আইবাডি অ্যাপটি। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

কী পরিমাণ ডাটা ব্যবহার হলো তা পরিমাপ করার জন্য এমবি ও জিবি’কে মাপকাঠি হিসেবে ব্যবহার করেন তথ্য-প্রযুক্তিবিদরা। এটি প্রযুক্তিগতভাবে পরিমাপের অন্যতম উপায় হলেও সাধারণ গ্রাহকের কাছে অনেক সময় তা ধাঁধার মতো লাগে। এছাড়া এর মাধ্যমে তার কী পরিমাণ ডাটা প্রয়োজন এবং বাজারেরর বিভিন্ন প্যাক থেকে কোনটি বেছে নেবেন তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়েন গ্রাহকরা। এ সমস্যারই সমাধান নিয়ে এলো রবি’র আইবাডি অ্যাপ্লিকেশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রাহকরা যতবার খুশি এই প্যাকগুলো কিনতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবহারের সময়সীমা বাড়তে থাকবে। সময়ভিত্তিক এই ডাটা প্যাকে কী পরিমাণ মিনিট অবশিষ্ট আছে তা অ্যাপটিতে দেখানো হবে। ডাটা প্যাকের মেয়াদ শেষ হয়ে গেলে অ্যাপটি গ্রাহককে ইন্টারনেট সংযোগের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাবে।

বিশেষ অফারগুলোর জন্য গ্রাহককে আইবাডি’র উপর নজর রাখতে এবং অ্যাপটি নিয়মিত আপডেট করতে হবে।

এ ধরনের উদ্ভাবনীমূলক ডাটা প্যাক ব্যবহারের ফলে গ্রাহক কেমন কনটেন্ট ব্যবহার করছেন তা নিয়ে ভাবতে হবে না, শুধু সময়ের দিকে খেয়াল রাখলেই চলবে।

রবি বলছে, দেশে ডিজিটাল জীবনধারার প্রসারের সাথে সাথে গ্রাহকদের মাঝে ব্যবহার-বান্ধব ও সহজবোধ্য ইন্টারনেট পণ্যের চাহিদা তৈরি হয়েছে, আইবাডি অ্যাপটি সে চাহিদাই পূরণ করছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।