ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপলকে অভিযুক্ত করবে ‘এফএফএস’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
অ্যাপলকে অভিযুক্ত করবে ‘এফএফএস’

রাশিয়ায় আইফোনের দাম কত, প্রশ্ন উঠতেই পারে। কারণ সেখানে অ্যাপলের আইফোনের মূল্য নির্ধারণে অনিয়ম খুঁজে পেয়েছে দেশটির ফেডারেল এন্টি-ট্রাস্ট গ্রুপ।

সোমবার এক বিবৃতিতে পণ্য-মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক প্রতিষ্ঠানটি অ্যাপল এবং তাদের ১২টিরও বেশি অনুমোদিত বিক্রেতা মিলে পণ্য-মূল্য সমন্বয়ে অনিয়ম করার দিকটি তুলে ধরে। এমনকি নিয়ম লঙ্ঘন করায় তদন্তের জন্য তারা আইনি ব্যবস্থাও নেয়ার কথাও জানান।  

কিন্তু রাশিয়ায় আইফোনের মূল্য ঠিক করে দেয়ার অভিযোগটি শুরু থেকেই অস্বীকার করে আসছে অ্যাপল। রিসেলাররা তাদের পণ্য কিনে নিজেরাই দাম ঠিক করে। এতে তাদের কোনো হাত নেই। শুধু রাশিয়া নয় পৃথিবীর সর্বত্র এভাবেই বিক্রি হয় অ্যাপল ডিভাইস।

এদিকে এফএএস বলছে, অ্যাপলের আইফোনের রিসেলাররা সেখানে মূল্য নির্ধারণে যে নিয়ম ভঙ্গ করেছে তার প্রমাণ আছে। এর ফলে এসব স্মার্টফোনের দাম একই।

এর আগেও দেশটির একজন অধিবাসী পরামর্শমূলক তথ্য সহ কর্তৃপক্ষকে অবগত করেছিল যে, অ্যাপল এবং তাদের প্রধান কয়েকটি রিসেলার আইফোনের মূল্য নির্ধারণ করে। সেই ব্যক্তি ১৬টি রিসেলারের কাছে আইফোন ৬ এবং আইফোন ৬এস মডেলে একই মূল্য দেখেছিল। আর এটি নির্দিষ্ট একটা সময় ধরে ছিল।

এই ঘটনার সত্যতা খুজে টেক কোম্পানিক অবশ্যই দোষী করতে চায় এফএএস। আর এ অপরাধের জন্য জরিমানা করার ক্ষমতাও আছে তাদের।

তাই প্রতিষ্ঠানগুলোর বিক্রিত আইফোন থেকে আসা আয়োর উপর ১৫ শতাংশ জরিমানা হতে পারে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।