ঢাকা: গ্রামবাংলার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তথ্যপ্রযুক্তির সহায়তায় জনগণ ও বহিঃবিশ্বের কাছে তুলে ধরতে পারে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তারা। এজন্য সরকার তাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবেদন ও ফিচার লেখায় দক্ষ করে তুলছে।
শুক্রবার (১২ আগস্ট) কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবেদন-ফিচার লেখা এবং ই-কমার্স- আউটসোর্সিংয়ের ওপর উদ্যোক্তা-প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূল তথ্য জানালা কর্মসূচি এবং তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও সক্ষমতা অর্জন করে তারা গ্রামবাংলার ইতিহাস-ঐতিহ্যসহ সাফল্যের কথা প্রযুক্তির সাহায্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরবেন। নিয়মিত সংবাদ তৈরি ও তা পরিবেশনের মধ্য দিয়ে ইউডিসি কর্মীরা হয়ে উঠবেন একেকজন ইনফো লিডার।
বক্তারা বলেন, সরকার তথ্যপ্রযুক্তিকে গ্রামবাংলা পর্যন্ত সম্প্রসারিত করেছে। বর্তমান সরকারের গৃহীত উদ্যোগ বাস্তবায়নের ফলে মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটছে। এসব উন্নয়ন সাফল্যের চিত্র তথ্যপ্রযুক্তির সহায়তায় মানুষের কাছে তুলে ধরতে পারে ইউডিসি উদ্যোক্তারা।
বক্তারা বলেন, ২০১০ সালের ১১ নভেম্বর সারা দেশে সাড়ে চার হাজারেরও বেশি ইউডিসি স্থাপন করা হয়। প্রতি মাসে প্রায় ৪৫ লাখ মানুষ এসব ইউডিসি থেকে তথ্য ও সেবা গ্রহণ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদেজা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক শিক্ষা ও আইসিটি) মুজিব উল ফেরদৌস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সংবাদিকতা বিভাগের প্রভাষক মামুন আবদুল কাউয়ুম।
তৃণমূলের তথ্যজানালা কর্মসূচির সামগ্রিক কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন কাউসারউদ্দিন মারুফ।
রাবি শিক্ষক কাউয়ুম বলেন, গণমাধ্যমে তৃণমূলের সংবাদ ও ফিচার খুব কমই প্রকাশিত হয়। ইউডিসির উদ্যোক্তারা প্রশিক্ষণ শেষে তৃণমূলের উন্নয়ন ও সাফল্যের কাহিনীগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে তুলে ধরতে পারে।
তৃণমূলের তথ্যজানালা কর্মসূচি সারাদেশে সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রায় ১০ হাজার উদ্যোক্তাকে প্রতিবেদন ও ফিচার লেখা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং আউটসোর্সিং, ই-কমার্স পরিচালনায় সক্ষমতা তৈরির মাধ্যমে ইনফোলিডার হিসেবে গড়ে তুলবে।
এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও বাস্তবায়ন সহযোগী কাজ করছে তথ্যসেবা বার্তা সংস্থা।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এসএস/এসএইচ