ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিশুদের জন্য হুয়াইয়ের স্মার্টওয়াচ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
শিশুদের জন্য হুয়াইয়ের স্মার্টওয়াচ

শিশুদের জন্য এবার স্মার্টওয়াচ প্রকাশের কথা ভাবছে হুয়াই। এখন পর্যন্ত বড়দের উপযোগী সৃদৃশ্য ওয়াচের যোগান দিলেও  চীনভিত্তিকি আইসিটি প্রতিষ্ঠানটি শিশুদের উত্থানশীল পরিধেয় পণ্যের বাজারে কোনো পণ্য প্রকাশের কথা ভাবেনি।

কিছুদিন আগে প্রতিষ্ঠানটির অধীনে ‘অনার জিয়াও কে’ প্রকাশ হলেও প্রযুক্তিপণ্যের বাজারে গোণার মধ্যে পড়েনি তা। আর এ কারণের হয়ত বিশ্বব্যাপী সুপরিচিত ডিভাইস ব্র্যান্ড হুয়াই শিশুদের জন্য নিজস্ব স্মার্টওয়াচ উন্মুক্তের কার্যক্রম হাতে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আর এই উদ্যোগ নিঁখুতভাবে বাস্তবায়নে আমিরেকার বিনোদন পাওয়ারহাউজ ‘ডিজনি এবং মার্ভেলের’ সাথে চুক্তিবদ্ধও হয়েছে।

তথ্য মতে, কনটেন্ট তৈরির জন্য দুটি প্রতিষ্ঠানেরই বড় একটি বিশেষজ্ঞ দল রয়েছে। ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্ত বয়স্কদের চাহিদা অনুযায়ী তারা বিভিন্ন ধরনের উপাদানের সমন্বয়ে পণ্যদ্রব্য তৈরি করে।

এদিকে শিশুদের উদ্দেশ্য বিশ্বের বড় দুটি প্রতিষ্ঠানকে অংশীদার করায় হুয়াইকে সাধুবাদ জানানো হচ্ছে।
এই স্মার্টওয়াচের থাকছে চারটি মডেল। আদর্শ বৈশিষ্ট্য অনুযায়ী তৈরি মডেলগুলো অনেকেরই কাছে চেনাজানা মনে হবে। যেমন এতে বিল্ট ইন আছে জিপিএস, কম্পাস, ডব্লিউল্যান এবং অ্যাকসেলেরেশন সেন্সর।

শিশুরা এই স্মার্টওয়াচ পরিধান করা অবস্থায় যে কাজগুলো করবে সঙ্গে সঙ্গে তা হুয়াইয়ের নিজস্ব ক্লাউডে জমা পড়বে। বাচ্চাদের ডিভাইসের সাথে অভিবাবকদের ডিভাইস সংযুক্ত থাকায় সার্বক্ষণিক বাচ্চাদের কাজ পর্যবেক্ষণ করা যাবে। জিপিএস পদ্ধতি এটাকে আরো সহজতর করে তুলেছে।
এছাড়া কল করা, টেক্সট পাঠানোও যেতে পারে। কিন্তু জরুরি অবস্থায় বিশেষকরে পিতামাতাকে কলা করা যাবে, আগে থেকেই নাম্বারগুলো ডিভাইসে নির্ধারণ থাকতে হবে।
বাচ্চারা এই ওয়াচের বিশে ফিচারে একে অপরে মজাদার কিছু উপভোগ করতে পারবে। কারণ সহযোগি প্রতিষ্ঠানগুলোর একইধরনের ডিভাইসে সেক নামক ফিচার দেয়া আছে। যা ১০ মিটার দুরুত্বের মধ্যে যে কারও সাথে সংযোগ স্থাপনে সহয়তা করে।

হুয়াইয়ে স্মার্টওয়াচের মূল্য প্রায় ১০০ ডলার। তাই অভিবাবকদের এটি পছন্দ হয়ে গেলে সঙ্গে পাবেন ১.৫ ইঞ্চি পিএমওলেড ডিসপ্লে, ৩০০ এমএএইচ ব্যাটারি। আর আইপি৫৫ রেটিং এর কারণে দীর্ঘস্থায়ীত্বের দিকটি নিশ্চিত। কারণ পানির ছিটা পড়তে পারে কিংবা বৃষ্টিতে খেলাধুলা করলে নষ্ট হয়ে যেতে পারে এসব চিন্তা করে সুবিধাটি দেয়া হয়েছে।

সেইসাথে বৈচিত্রময় রঙ, ব্যান্ড, কেস সহ পুরো অবয়বই করা হয়েছে দৃষ্টিনন্দন।
অ্যান্ড্রয়েড, আইওএস দুই প্লাটফর্মের ব্যবহারযোগ্য করে তৈরি হুয়াইয়ের এই স্মার্টওয়াচ গঠনগত দিক থেকে নতুন নয়। গত বছর আরেকটি চীনা কনজ্যুমার ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হেয়ার অনুরুপ পণ্য তৈরি করেছিল।

হুয়াইয়ের স্মার্টওয়াচ সম্পর্কে বিস্তর তথ্য প্রকাশে পেলেও নিজ দেশ ছাড়া অন্য কোনো যায়গায় প্রকাশের পরিকল্পনা আছে কিনা আপাতত সেই তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।