ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
রবি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সঙ্গে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি কর্পোরেট চুক্তি সই করেছে।

শনিবার (১৩ আগস্ট) রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ চুক্তির ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে রবির দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপিত হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয় রবির এসএমই কর্পোরেট সংযোগ ব্যবহার করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। এছাড়া অপারেটরটির বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস ও ইটারনেট সেবা উপভোগ করবে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি চট্টগ্রাম নগর ভবনে রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন নোবেল ও সিটি করপোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সচিব মো. আবুল হোসেন চুক্তিটি সই করেন।

রবি আজিয়াটা লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী, ম্যানেজার মোস্তফা আল মামুন ও আব্দুল্লাহ আল মামুন এবং সিটি করপোরেশনের পক্ষে মেয়র আ জ ম নাছির উদ্দিন, মেয়রের ব্যক্তিগত সচিব মো. মঞ্জুরুল ইসলাম ও আইটি কর্মকর্তা ইকবাল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এমআইএইচ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।