ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৮ জিবি র‌্যামের স্মার্টফোন!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
৮ জিবি র‌্যামের স্মার্টফোন!

সত্যিই যদি বাজারে আসে ৮জিবি র‌্যামের স্মার্টফোন, তাহলে এটি বিশ্বের প্রথম কোনো সর্বোচ্চ ৠামের স্মার্টফোন হবে। চীনা হ্যান্ডসেট নির্মাতা লিইকো’র আগামী হ্যান্ডসেট নিয়ে গুজব খবরের ভিত্তিতে এমনটাই বলা হচ্ছে।

লিইকো লি ২এস নামের স্মার্টফোনটির দুটি ছবিও ফাঁস হয়েছে চীনের একটি ওয়েবসাইটে। আবার ৮জিবি ৠাম নিয়ে আসছে এমন খবরও ছড়িয়ে পড়েছে প্রযুক্তি অঙ্গনে।
কয় মাস আগেই অ্যান্ড্রয়েড চালিত লি ২ স্মার্টফোন উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। এরমধ্যে লি এস২ নামের একই সিরিজের পরবর্তী ফোনের কাজ করছে লিইকো এমন সম্ভাবনার কথা প্রকাশ করেছে সুত্র।

ফাঁস হওয়া ছবিতে শুধু ডিভাইসের সম্মুখ ভাগ দেখা যাচ্ছে। প্রদর্শিত সেই ছবি পর্যবেক্ষণ করে একে লিইকো’র প্রথম লি ২ এর মতো আকর্ষনীয় বলে মন্তব্য করছে অনেকে। আসন্ন এ ডিভাইসের উপরটা সাদা রঙের ফ্রেম দিয়ে বাঁধানো।

অবশ্য, নিচের অংশটি দেখা যাচ্ছেনা। আর যে কারণে সুস্পষ্টভাবে বলা যাচ্ছেনা এর চেহারা অবিকল আগেরটির মতো কিনা। তবে এর দুই পাশে যে চিকন ফ্রেম রয়েছে তা নিশ্চিত।

গুজব তথ্য আরো ইঙ্গিত দিচ্ছে, এটি প্রথমটির তুলনায় আরো উন্নত ভার্সন। যেটার মানে বোঝায় এর পার্থক্য আসলে ভেতরের উপাদানে।
এর অন্যান্য বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয়েছে, স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেটের সাথে অঙ্গীভূত ৮জিবি। প্রত্যাশিত অন্যান্য ফিচার ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। তবে ডিসপ্লে রেজ্যুলেশন নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ না হওয়ায় এর অন্য সব বৈশিষ্ট্য অনুযায়ী এতে ১৪৪০পি কোয়াড-এইচডি স্ক্রিন রেজ্যুলেশন থাকতে পারে।
কিন্তু ‌পেছনে শুধু একটামাত্র ক্যামেরা থাকছে এ খবর হয়ত অনেককে হতাশ করবে। তাই ডুয়্যাল লেন্স ক্যামেরা যাদের আকাঙ্খা তাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
লিইকো লি ২এস প্রকাশের সম্ভাবনাময় সময় ৭ কিংবা ৯ সেপ্টেম্বর।

উল্লেখ্য, লিইকো’র প্রথম স্মাটফোনে ছিল ৬ জিবি ৠাম।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।