ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড নিয়ে এলো রিয়েলভিউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড নিয়ে এলো রিয়েলভিউ

ঢাকা: ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড (ইপিজি) নিয়ে এলো দেশের প্রথম ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রিয়েলভিউ। ইপিজির মাধ্যমে দর্শকরা এক সপ্তাহের টিভি অনুষ্ঠানের প্রিভিউ দেখার সুযোগ পাবেন।

এর ফলে দর্শকরা তাদের পছন্দমতো প্রোগ্রাম বাছাই করে দেখতে পারবেন। দর্শকরা একটি মাত্র বাটন ব্যবহার করেই পছন্দের টিভি প্রোগ্রাম উপভোগ করতে পারবেন।
 
ইপিজি সেবা সম্পর্কে রিয়েলভিউ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দিমিত্রি লেপিস্কি বলেন, নিজেদের পছন্দের প্রোগ্রাম বাছাই করে দেখার সুবিধা দিতে ইপিজি সুবিধা আনা হয়েছে। গ্রাহকদের এ ধরনের সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত। এতে আমাদের প্রতি গ্রাহক আকৃষ্ট হবে।

নতুন ইপিজি সেবা ছাড়াও রিয়েলভিউ সেট টপ বক্স (এসটিবি) এর রয়েছে বিশেষ সুবিধা, এটাকে পার্সোনাল ভিডিও রেকর্ডারও (পিভিআর) বলা হয়। এর মাধ্যমে দর্শকরা যেকোনো টিভি অনুষ্ঠান বা মুভি এক্সটার্নাল ইউএসবিতে ধারণ করে রাখতে পারবেন।
 
যুক্তরাষ্ট্রভিত্তিক মিউজিক, ভিডিও, মেটাডাটা, অ্যাপস এবং টেকনোলজিক্যাল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রেসনোট এর সঙ্গে যৌথভাবে এ সুবিধা নিয়ে এসেছে রিয়েলভিউ। বিশ্বের ৬০টির ও বেশি দেশে সেবা দিয়ে থাকে গ্রেসনোট।
 
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এসই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।