ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কুলপ্যাড মেগা’র জন্য ৫ লাখ নিবন্ধন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
কুলপ্যাড মেগা’র জন্য ৫ লাখ নিবন্ধন

বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স মাধ্যম অ্যামাজনে ‘কুলপ্যাড মেগা’ পেতে নিবন্ধন করেছে ৫ লাখ গ্রাহক। আগামী ২৪ আগস্ট এক ফ্ল্যাশ সেলের মাধ্যমে প্রত্যাশী গ্রাহকদের হাতে পণ্যটি তুলে দেয়া হবে।

খুব স্বল্প সময়ের এই বিক্রিতে কমপক্ষে ৫০ হাজারেরও বেশি হ্যান্ডসেট বিতরণের আশা করছে কুলপ্যাডের ভারতীয় কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়, আগস্টের ১০ তারিখে চরম হৈচৈ ফেলে দিয়ে কুলপ্যাড মেগা ২.৫ডি হ্যান্ডসেট প্রকাশের বিষয়টি সামনে আসে। আর এর ব্যাপক সুফল লাভ করছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটি বিক্রির জন্য বিশেষ মাধ্যম হিসেবে কাজ করছে অ্যামাজন। নিবন্ধনও হয়েছে ৫০ হাজার। ৬ হাজার ৯৯৯ রুপির পণ্যটির স্টক ফুরিয়ে যাবে বলেও আশা করা হচ্ছে।

কুলপ্যাড ইন্ডিয়ার সিইও সৈয়দ তাজউদ্দিন  আকস্মিক এই রেকর্ডের ব্যাপারে বলেন, এ ধরনের সাড়া আমাদের হতবাক করে দিয়েছে আমরা কৃতজ্ঞ। কারণ এতোটা কম সময়ে অর্ধ মিলিয়ন নিবন্ধন অতিক্রম যা কুলপ্যাডে ক্রেতাদের প্রচন্ড বিশ্বাসের দিকটি তুলে ধরেছে। তাদের প্রত্যাশা পুরণেও আমরা প্রস্ত্তত।

ডিভাইসটিতে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে আছে ২.৫ডি কার্ভড ৫.৫ ইঞ্চি আইপিএস এলসিডি এইচডি ডিসপ্লে। ভেতরে ৬৪ বিটির মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর সাথে মলি জিপিইউ।

অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শম্যালো) ভিত্তিক নতুন কুলইউআই ৮.০’তে চল‍া ডুয়্যাল সিম সমর্থিত পণ্যটিতে এলটিই সুবিধা রয়েছে। এছাড়া ফোরজি এলটিই নেটওয়ার্ক অফার থাকছে ব্যবহারকারীদের জন্য।

৭.৮৫ মিমি. চিকন গড়েনের কুলপ্যাড ২.৫ডি এর ওজন প্রায় ১৪০ গ্রাম।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।