ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংক গ্রাহকদের ছাড় ড্রিম ওয়েভার’র সেবায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
বাংলালিংক গ্রাহকদের ছাড় ড্রিম ওয়েভার’র সেবায়

ঢাকা: ডিজিটাল কমিউনিকেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক এবং ওয়েডিং ফটোগ্রাফি স্টুডিও ড্রিম ওয়েভার সম্প্রতি একটি চুক্তি সই করেছে।
 
বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা ২৮ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য ড্রিম ওয়েভারের সব সেবার ওপর ১১ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।


 
বাংলালিংকের লয়্যালটি ও পার্টনারশিপ ম্যানেজার (মার্কেটিং) ইয়াসের আরাফাত হোসেন এবং ড্রিম ওয়েভার’র সিইও ইঞ্জিনিয়ার মো. জোবায়ের হোসেন শুভর উপস্থিতিতে বাংলালিংকের প্রধান কার্যালয় ঢাকার টাইগারস ডেন এ চুক্তি সই হয়।
 
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিয়জন গ্রাহকরা এসএমএস এর মাধ্যমে ‘১৪৪০’ লিখে ‘১০২০’ নম্বরে পাঠিয়ে দিলেই উপভোগ করতে পারবেন ড্রিম ওয়েভারের সেবার ওপর ১১ শতাংশ মূল্যছাড়।
 
২০১৪ সালে ড্রিম ওয়েভার একদল তরুণ ও উদ্যমী ফটোগ্রাফারদের নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের সেরা মানের ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির সেবা দিতে অঙ্গীকারবদ্ধ।
 
চুক্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি ও পার্টনারশিপ ম্যানেজার (মার্কেটিং) ফারহানা সিনথিয়া, কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার আংকিত সুরেকা এবং ড্রিম ওয়েভারের হেড অব অ্যাডমিন ও কর্পোরেট অ্যাফেয়ার্স নাফিজ ফুয়াদ শুভ।  
 
ড্রিম ওয়েভার’র সিইও শুভ বলেন, ড্রিম ওয়েভার দুই বছরেরও বেশি সময় ধরে বিবাহিত দম্পতিদের সেরা মানের ফটোগ্রাফি সেবা দিয়ে আসছে। সম্মানিত গ্রাহকদের সেরা মুর্হূতগুলো ফটোগ্রাফির মাধ্যমে ধরে রাখতে আমাদের রয়েছে একটি দক্ষ ফটোগ্রাফি দল। বাংলালিংকের সঙ্গে চুক্তিটি কম মূল্যে গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করবে।  
 
বাংলালিংকের লয়্যালটি ও পার্টনারশিপ ম্যানেজার (মার্কেটিং) ইয়াসের আরাফাত হোসেন বলেন, জীবনের উল্লেখযোগ্য মুহূর্তগুলো আরও স্মরণীয় করে রাখতে প্রিয়জন গ্রাহকদের জন্য আমরা ড্রিম ওয়েভারের সঙ্গে এক বছরের জন্য একীভূত হয়েছি। এতে করে গ্রাহকরা তাদের মুহূর্তগুলোকে আরও আন্দদায়ক করে তুলতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।