এ মাসেই নতুন দুইটি পণ্য বাজারে ছাড়ার প্রত্যাশা রয়েছে জিওমির। কিন্তু এর আগ দিয়ে আবারো ফাঁস হলো রেডমি ৪ এবং মি নোট ২ নামের দুটি স্মার্টফোনের ছবি।
আগে একবার ওয়েবো’তে রেডমি ৪’র ছবি ফাঁস হয়। যেখানে চারদিকে গোলাকার মেটাল ইউনিবডি এবং উপর ও নিচে অ্যান্টেনা ব্র্যান্ড প্রতীয়মান হয়। এছাড়া ছবিতে পেছনের ক্যামেরা উপরের ঠিক মাঝখানে পাশে ফ্ল্যাশ, ক্যামেরা লেন্সের ঠিক নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুটে উঠে। আর ফ্রন্টের নিচের দিকে নেভিগেশন বাটনস এবং ডান বাম পাশটা ছিল চিকন ফ্রেমে মোড়া।
এসবের পাশাপাশি ছবিগুলো অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শম্যালো ভিত্তিক এমআইইউআই ৮) ওএস, ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং ২ জিবি ৠাম সহ স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর বৈশিষ্ট্যগুলো থাকার আভাস দেয়।
ফাঁসকারী সুত্রটির দাবি, রেডমি ৪’এ ১৬ জিবি ইন্টবিল্ট স্টোরেজ সহ বাড়তি মেমোরির জন্য এসডি কার্ড থাকছে। সংযোগ সুবিধায় পাওয়া যাবে ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ ৪.২ এবং জিপিএস।
যেহেতু জিওমির আসন্ন ডিভাইস নিয়ে সম্প্রতিকালে বিভিন্ন সুত্র তথ্য প্রকাশ করেছে।
আরেকটি সুত্র জানিয়েছিল জিওমির এ পণ্যটিতে ৩জিবি ৠাম, ৩২জিবি ইনবিল্ট স্টোরেজ, ৪১০০ এমএএইচ ব্যাটারি প্রত্যাশিত। চীনে এর প্রত্যাশিত মূল্য ৬৯৯ ইউয়ান যা টাকায় প্রায় ৮ হাজার ২৪১। আসছে ২৫ আগস্ট চীনে এক ইভেন্টের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানটি রেডমি ৪ প্রকাশ করতে পারে।
এর এক সপ্তাহ বাদে ২ সেপ্টেম্বর মি নোট ২ নিয়ে হাজির হবে প্রতিষ্ঠানটি। তবে এই পণ্যটি নিয়ে তেমন জল্পনা কল্পনা নেই। তারপরও ডুয্যাল ক্যামেরা এবং গ্যালাক্সি নোট ৭ এর মতো কার্ভয ডিসপ্লে থাকেতে পারে। নোট’র ছবি অনুযায়ী ধারণা করা হচ্ছে, ইউএসবি টাইপসি পোর্ট, দুইটি স্পিকার আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব সম্ভবত সামনের দিকে রাখা হয়েছে।
অন্য আরেকটি মাধ্যমের তথ্য মতে, সম্ভবত ৬জিবি ৠাম সহ ৬৪ জিবি স্টোরেজ এবং ৬জিবি ৠাম সহ ১২৮ জিবি স্টোরেজ নিয়ে আসছে মি নোট ২। সম্ভাবনামূলক দাম যথাক্রমে ২ হাজার ৪৯৯ এবং ২ হাজার ৭৯৯ ইউয়ান টাকায় যার মূল্য হবে প্রায় সাড়ে ২৯ হাজার এবং প্রায় ৩৩ হাজার।
বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এসজেডএম