ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনে এলো ‘ইলেক্ট্রনিক কম্পোনেন্ট’ অভিধান

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
স্মার্টফোনে এলো ‘ইলেক্ট্রনিক কম্পোনেন্ট’ অভিধান

ঢাকা: প্লে-স্টোরে প্রথমবারের মতো ইন্ট্রিগেটেড সার্কিট বা বিভিন্ন ইলেকট্রনিক্স পার্টস সহজে পাওয়া যায় এমন একটি ডিকশনারি অ্যাপস ‘IC Dictionary’ তৈরি করেছে সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও রোবটিকস নিয়ে যারা কাজ করেন তাদের জন্যই মূলত এ অ্যাপসটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাপস প্রজেক্টটির তত্ত্বাবধায়ক সৈয়দ রেজওয়ানুল হক নাবিল।


 
মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ‘ইনোভেশন ল্যাব’- এ তার তত্ত্বাবধানে ২৫ জন শিক্ষার্থীর একটি দল এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার কম্পোনেট অ্যাপসটিতে যুক্ত করেছেন। প্রতিদিনই তারা নতুন নতুন বই এবং কম্পোনেন্ট তাদের সার্ভারে যোগ করে দিচ্ছেন। প্লে-স্টোরে IC Dictionary লিখে সার্চ দিলেই এটি পাওয়া যাচ্ছে। কিছুদিন পরে আইফোনের স্টোরেও এটি উন্মুক্ত করে দেওয়া হবে।    
 
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ রেজওয়ানুল হক নাবিল বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, ‘প্লে-স্টোরে ইন্ট্রিগেটেড সার্কিট বা বিভিন্ন ইলেকট্রনিক্স পার্টস সহজে পাওয়া যায় এমন কোনো ডিকশনারি নেই। এজন্য আমরা একটি অ্যাপস তৈরির চিন্তা শুরু করি। এরপর প্রায় ৬ হাজার ইলেকট্রনিক কম্পোনেন্টের তালিকা তৈরি করে ডাটা কালেকশন শুরু করি’।

‘এখন এ অ্যাপসে বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং এ সংক্রান্ত বই ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আকারে সাজানো আছে। এছাড়া সার্চ অপশনও আছে, যেখানে খুব সহজে কম্পোনেন্ট খুঁজে বের করা যাবে। একবার কম্পোনেন্ট সেভ করে ফেললে পরবর্তীতে ইন্টারনেটের কানেকশন ছাড়াও যেকোনো সময় অ্যাপসটির মাধ্যমে পড়া যাবে’।

নাবিল জানান, সাধারণত কোনো একটা ইলেকট্রনিক কম্পোনেন্টের ডাটাশিটে অনেক তথ্য থাকে যা তাড়াতাড়ি পড়া যায় না। অ্যাপসটিতে সবচেয়ে কাজের অংশগুলো আলাদাভাবে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে, যেগুলোর তথ্য দিয়েই কাজ করা যাবে। আরো তথ্যের প্রয়োজন হলে ডাউনলোড ডাটাশিটে ক্লিক করলে সম্পূর্ণ ডাটাশিট ডাউনলোড হয়ে যাবে।
 
অ্যাপসটির ডাটাগুলোকে নিজস্ব সার্ভারে রাখা হয়েছে। ফলে অ্যাপসটি খুব ছোট এবং যার যে কম্পোনেন্ট দরকার তিনি শুধু সেই কম্পোনেন্ট সেভ করে রাখতে পারবেন অফলাইন মোডে ব্যবহার করার জন্য।
 
অ্যাপসটিতে একটি নিজস্ব পিডিএফ রিডার আছে। তাই অন্যরাও অ্যাপসটি বই পড়ার জন্য ব্যবহার করতে পারবেন।
 
নাবিলের তত্ত্বাবধানে এ অ্যাপস প্রজেক্টের কো-সুপারভাইজর ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রবি কর্মকার। প্রধান অ্যাপস ডেভেলপার হিসেবে কাজ করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আখলাকুজ্জামান আশিক। ২৫ জনের দলে ছিলেন ইইই এবং সিএসই বিভাগের শিক্ষার্থীরা।
 
তারা গত জুন থেকে অ্যাপসটি তৈরির কাজ শুরু করেছিলেন এবং গত ০৬ আগস্ট এটি গুগল প্লে-স্টোরে উন্মুক্ত করে দেওয়া হয়।
 
অ্যাপস ডেভেলপার টিম জানায়,  তারা বাংলাদেশে বসেই বিশ্বমানের কিছু অ্যাপস তৈরি করতে চান এবং এখনও কয়েকটি অ্যাপস তৈরির কাজ তারা চালিয়ে যাচ্ছেন।

অ্যাপসটির ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.icdictionary.code
 
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।