ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অভাবনীয় মূল্যে গ্রামীণফোন গ্রাহকদের জন্য আইফোন ৫এস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
অভাবনীয় মূল্যে গ্রামীণফোন গ্রাহকদের জন্য আইফোন ৫এস

ঢাকা: অভাবনীয় মূল্য ও সুবিধাজনক কিস্তিতে গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য আবারও নিয়ে এসেছে আইফোন ৫এস।
 
সব গ্রামীণফোন সেন্টার এবং জিপি অনলাইন শপে এই অত্যাধুনিক ডিভাইসটি মাত্র ৫ হাজার টাকা ডাউন পেমেন্টে পাওয়া যাচ্ছে।


 
গ্রামীণফোন শনিবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৮ হাজার ৯৯০ টাকা মূল্যে হ্যান্ডসেটটি ১২টি মাসিক কিস্তিতে (প্রতি কিস্তিতে সর্বনিম্ন দুই হাজার টাকা) পরিশোধযোগ্য এবং সঙ্গে থাকছে আকর্ষণীয় ইন্টারনেট অফার।  
 
হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে গ্রামীণফোন গ্রাহকদের জন্য গত ১৭ আগস্ট থেকে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।