ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চারকোণার পরিবর্তে গোলাকার নকশায় ‘জেনওয়াচ ৩’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
চারকোণার পরিবর্তে গোলাকার নকশায় ‘জেনওয়াচ ৩’

জেনওয়াচ সিরিজের তৃতীয় স্মার্টওয়াচ ‘জেনওয়াচ ৩’। আসন্ন পরিধেয় পণ্যটি নিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোতে প্রচুর খবর প্রকাশিত হয়েছে।

এরপরও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো তথ্য নিশ্চিত হয়নি বিধায় এগুলো ভিত্তিহীন খবর বলেই ধরে নিয়েছে আলোচকরা।

এদিকে জার্মানির বার্লিনে প্রযুক্তিপণ্য প্রদর্শনী আইএফএ খুব নিকটে। ২ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আসর। এর আগেই তাইওয়ানের প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠানটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে ইঙ্গিতমূলক ছবিসহ বার্তা দিয়ে প্রযুক্তি মনা মানুষের আলোচনায় আসল।

প্রদর্শিত সেই ছবিতে দেখা ‍যাচ্ছে ‘ইনক্রেডিবল ইজ কামিং’ যেখানে তারিখ দেয়া আছে ৩১ আগস্ট। এর নিচে হ্যাশট্যাগ দিয়ে আইএফএ২০১৬ সহ আসুস লেখা রয়েছে।
তাই আসছে ৩১ আগস্ট নতুন স্মার্টওয়াচ নিয়ে আসুসের হাজির হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে বিশেষজ্ঞরা।

তাদের মতে শুধু জেনওয়াচ ৩ নয়, একইসঙ্গে ব্র্যান্ডটির স্মার্টফোন, ট্যাব এবং ল্যাপটপও দেখা যাবে এ দিন।

এদিকে চীনা ওয়েবসাইট ইপ্রাইসে জেনওয়াচ ৩ এর কিছু ছবি সহ এর সহায়ক কিছু উপাদানের ছবি ফাঁস করা হয়।

আগেরবার আইএফএ ট্রেড শোতে জেনওয়াচ ২ এর দুইটি ধরণ উন্মুক্ত করা হয়েছিল। একটির ডিসপ্লে রেজ্যুলেশন ৩২০ বাই ৩২০ এবং অপরটির ছিল ২৮০ বাই ২৮০ পিক্সেল। অ্যামোলেড ডিসপ্লের এই ডিভাইসের ডায়ালে ব্যবহার হয়েছিল ২.৫ডি কার্ভড কর্নিং গোরিলা গ্লাস। স্থয়ীত্ব এবং প্রতিরোধক্ষম বৈশিষ্ট্যও ছিল এতে।

প্রযুক্তিপ্রেমীদের আশা, এবারও জেনওয়াচ৩ বাজারের ফিচার সমৃদ্ধ স্মার্টওয়াচগুলোর মতো করেই বানানো হয়েছে। দামটাও নির্ধারিত হবে ওগুলোর মতো।
তবে, নতুনটিতে নতুন গঠনগত বৈশিষ্ট্য সহ নকশায় পরিবর্তন আসতে পারে।

কিন্তু এতোদিন ধরে চারকোণা ডায়ালের জেনফোন ওয়াচের নকশাটি ধরে রেখেছিল আসুস। নতুন জেনওয়াচ হয়ত সেই নকশাটি আর পাচ্ছেনা। এতে এবার গোলকার ডায়াল থাকতে পারে যা বাজারের অধিকাংশ অ্যান্ড্রয়েড ওয়্যারে স্মার্টওয়াচে দেখা যায়।

আলোচকরা আরো বলছে আইএফএ আসুসের নতুন মডেল তুলে ধরার আদর্শ একটি যায়গা। তাছাড়া ওয়েবে প্রকাশিত ছবিতে হ্যাশট্যাগ দিয়ে ইভেন্টের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া অনুষ্ঠানটি জমবে ভাল। কারণ প্রতিদ্বন্দী স্যামসাং এর গিয়ার এস৩ একইদিন উম্মোচিত হবে। যখন উভয় ব্র্যান্ডের পণ্যের মধ্যে বেশ কঠিন লড়াই দৃশ্যমান হবে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।