ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চট্টগ্রামে রবি’র টেন মিনিট স্কুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
চট্টগ্রামে রবি’র টেন মিনিট স্কুল

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পর টেন মিনিটস স্কুল’র কার্যক্রমটি এখন চলছে বন্দর নগরী চট্টগ্রামে।
 
চট্টগ্রামের শীর্ষস্থানীয় তিনটি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ফ্রি অনলাইন এডুকেশন প্লাটফরম ‘টেন মিনিট স্কুল’ নিয়ে বেশ কয়েকটি সেশনের আয়োজন করে মোবাইল অপারেটর রবি।

 
 
এর মাধ্যমে উদ্ভাবনী এ প্লাটফর্মটির মাধ্যমে কীভাবে সহজ ও কার্যকর উপায়ে শিক্ষা গ্রহণ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ও পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেশনগুলোতে ছিল কুইজ, পরীক্ষা ও প্রশ্ন-উত্তর পর্ব।  
 
মানসম্পন্ন শিক্ষার গ্রহণযোগ্য উৎস হিসেবে ডিজিটাল প্লাটফর্মটির পরিচিতি ছড়িয়ে দেয়ার লক্ষ্যে চট্টগ্রামে সেশনগুলো পরিচালিত হচ্ছে।  
 
মঙ্গলবার (২৩ আগস্ট) রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষার্থীদের দ্বারপ্রান্তে বিনামূল্যের অনলাইন প্লাটফর্মটি পৌঁছে দেওয়ার লক্ষ্যে করপোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে টেন মিনিট স্কুলের পাশে দাঁড়িয়েছে রবি। ডিজিটাল এ প্লাটফর্মটির মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার প্রত্যাশা অপারেটটির। প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতাকে পেছনে ফেলে সমাজের সব স্তরের শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করাই প্লাটফরমটির লক্ষ্য।
 
জেএসসি, এসএসসি, এইচএসসি’র শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য টেন মিনিট স্কুল (www.10minuteschool.com) একটি সমন্বিত শিক্ষা সহায়তা দিবে। রবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ প্লাটফর্মটি শিক্ষার্থীদের আত্মোন্নয়নের জন্য শিক্ষা গ্রহণকে উৎসাহিত করবে।  
 
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।