ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপন রোধে গুগলের হুশিয়ারি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপন রোধে গুগলের হুশিয়ারি

কোনো একটি ওয়েবসাইট খুলেছেন আর ওয়েবসাইটের হোমপেজের পর্দাজুড়ে ভেসে উঠল একটি পপ-আপ বিজ্ঞাপন, এ অভিজ্ঞতা এখন কমবেশী সবারই আছে। বিরক্তিকর এই বিষয়টি থেকে ব্যবহারকারীদেরকে মুক্তি দিতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে গুগল।

অনাহুত পপ-আপ বিজ্ঞাপন প্রদর্শনকারী ওয়েবসাইটগুলোকে সার্চ ৠাংকিংয়ে পিছনে ফেলে শাস্তি দিতে যাচ্ছে গুগল।
গুগলের এ সিদ্ধান্ত নেয়ার পিছনে কাজ করেছে ব্যবহারকারীদের বিরক্তিকর অভিজ্ঞতা।

দেখা গেছে মোবাইল বা ট্যাবে একজন ব্যবহারকারী যখন একটি সাইট ভিজিট করেন, তখন অনেক ক্ষেত্রেই ওই সাইটের হোমপেজ জুড়ে পপ-আপ বিজ্ঞাপন প্রদর্শিত হয়। কিন্তু ব্যবহারকারীর কাঙ্খিত তথ্য থাকে তার নিচে। সেক্ষেত্রে ব্যবহারকারীকে ওই বিজ্ঞাপন সরিয়ে তারপর তথ্য পেতে হয়। এটা ব্যবহারকারীদের জন্য খারাপ একটি অভিজ্ঞতা।

তাই এখন থেকে যেসব সাইটে ব্যবহরাকারীরা এমন অভিজ্ঞতার শিকার হবেন, কমতে শুরু করবে তাদের সার্চ ৠাঙ্কিং।

এক ব্লগ পোষ্টের মাধ্যমে এমনটিই জানিয়েছেন গুগলের প্রোডাক্ট ম্যানেজার ডোয়ানটেম প্যান। সেখানে তিনি আরও বলেন, যাদের মোবাইল পর্দা ছোট এটা তাদের জন্য খুবই পীড়াদায়ক।

তাই ২০১৭ সালের ১০ জানুয়ারীর মধ্যে যাদের ওয়েবসাইটের তথ্য সহজে প্রদর্শিত হবে না, তাদের ওয়েবসাইটের ৠাংক ভালো নাও থাকতে পারে।

প্রসঙ্গত, মাঝেমাঝেই গুগল ওয়েবসাইটগুলোর জন্য বিভিন্ন মানদন্ড নির্ধারণ করে ব্যবহারকারীদেরকে ভালো অভিজ্ঞতা দেয়ার চেষ্টা করে থাকে। যেমন গত বছরই এমন এক ঘোষণার মাধ্যমে সকল ওয়েবসাইটকে মোবাইল উপযোগী করতে বলা হয়েছিল। যারা সেটি করেনি, সার্চ ৠাংকিংয়ে পিছিয়ে পড়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।