ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘পোকেমন গো’র প্রতি আগ্রহ কমেছে গেমারদের!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
‘পোকেমন গো’র প্রতি আগ্রহ কমেছে গেমারদের!

‘পোকেমন গো’ যে হালের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম তা অস্বীকার করার উপায় নেই। বাজারে আসা মাত্রই এটি মাত করে দেয় গোটা দুনিয়ার গেমপ্রেমীদের।


ডা‌উনলোডের ক্ষেত্রেও রেকর্ড গড়ে পেকেমন। কিন্তু পোকেমন নির্মাতা প্রতিষ্ঠান নিয়ানটিক হয়ত ভাবেনি তাদের জন্য দু:সংবাদ অপেক্ষা করছে।

গেমিং সেক্টরে পোকেমনের প্রবেশের সময় দুই মাসও হয়নি এরইমধ্যে নাকি গেমটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে গেমাররা।

অক্সিম ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে প্রকাশিত চার্ট এবং গুগলের ট্রেন্ড ডাটা পর্যালোচনার পর এমন তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, জুলাইয়ে মুক্তি প্রাপ্ত গেমটির ব্যবহারকারী ঐ মাসেই যখন ৪৫ মিলিয়নের কোটায় এসে পৌছে, তখন আবার আগষ্টের মধ্য ভাগে এসে ব্যবহারকারীর সংখ্যা কমে ৩০ মিলিয়ন হয়েছে।
নিয়ানটিকের জন্য নি:সন্দেহে এটা অনেক বড় দু:সংবাদ বলে মনে করা হচ্ছে।

তবে নিয়ানটিকের ভাষ্য হলো, কোন সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এটি খুব সামান্য তত্য। কারণ এখন পর্যন্ত পোকেমন গো অ্যাপ গুগল প্লেস্টোরে ১ম আর অ্যাপেল

অ্যাপস্টোরে ২য় অবস্থানে আছে। তাছাড়া প্রতিনিয়ত নতুন নুতন দেশে মুক্তি দেয়া হচ্ছে। তাই পুরো বিষয়টি বোঝার জন্য আরও সময় দিতে হবে।

প্রসঙ্গত, ভার্চূয়াল রিয়েলিটির এ গেমটি নিয়ে কৌতুহলের যেমন সীমা ছিলনা তেমনি সমালোচনারও শেষ ছিলনা। কারণটা ইতিমধ্যে পযুক্তি দুনিয়ার মানুষগুলোর ভালো করেই জানা হয়ে গেছে। কেননা গেমটি অনেক দূর্ঘটনার কারণ হয়েছে, অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।