ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে শব্দসহ স্বয়ংক্রিয় ভিডিও’র পরীক্ষা চলছে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
ফেসবুকে শব্দসহ স্বয়ংক্রিয় ভিডিও’র পরীক্ষা চলছে

ফেসবুক ফিডে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চলার ফিচারটি অনেক আগে থেকেই যুক্ত ছিল। তবে শব্দ ছিল না তাতে।

ব্যবহারকারীকে নিজ থেকে ভিডিও’র সাউন্ড মোডটি অন করতে হতো।

এবার শব্দ সহ স্বয়ংক্রিয় ভিডিও চালানোর ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফেসবুক। আর এ পরীক্ষা চালানো হচ্ছে শুধু অষ্ট্রেলিয়ায়। সেখানকার আইওএস ডিভাইসে ব্যবহৃত অল্প কিছু ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের নিয়ে কার্যক্রমটি শুরু করা হয়েছে।

তাই ঐ সমস্ত ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপের ফিডে শব্দ সমেত স্বয়ংক্রিয় ভিডিও উপভোগ করতে পারছেন। অবশ্য, ব্যবহারকারী না চাইলে শব্দ বন্ধ করতে পারবেন। কারণ তাৎক্ষনিকভাবে শব্দ বন্ধের জন্য ভিডিও’র কোনায় দেয়া আছে অপশন।

তথ্য মতে, ফেসবুকের এই ফিচারটির প্রতি যথেষ্ট বিরক্তিও রয়েছে ব্যবহারকারীদের মধ্যে। এজন্য সেটিং অপশনে ফিচারটি বন্ধ করারও উপায় রেখেছে ফেসবুক।
এছাড়া ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শ তথ্যের মাধ্যমে ফেসবুক স্বয়ং অবহিত যে, ৮০ শতাংশ ব্যবহারকারী হঠাৎ করে শব্দসহ বিজ্ঞাপণ জাতীয় ভিডিওতে যথেষ্ট বিরক্ত হচ্ছে।

ফিচারটি নিয়ে মনে করা হচ্ছে, জনসম্মুখে হঠাৎ করে শব্দসহ ভিডিও, বিশেষকরে বর্তমানে জনপ্রিয় লাইভ ভিডিওগুলো ব্যবহারকারীদের জন্য বিব্রতের কারণ হতে পারে।

তাছাড়া পরীক্ষাধীন ফিচারটি সকলের জন্য অবমুক্ত হওয়ার আগে ব্যবহারকারীদের সত্যিকারের প্রতিক্রিয়া পাওয়া মুশকিল।

অবশেষে যদি ফিচারটি চুড়ান্তভাবে সকলের জন্য অবমুক্ত হয়, আর তখন পছন্দ না হলে বন্ধের তো উপায় রয়েছে বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।