ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেয়াদ পূর্তির আগেই ব্যাংক গ্যারান্টি জমার নির্দেশ  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
মেয়াদ পূর্তির আগেই ব্যাংক গ্যারান্টি জমার নির্দেশ   

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্সপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকে তাদের লাইসেন্সের বিপরীতে কমিশনে দাখিলকৃত ব্যাংক গ্যারান্টি (বিজি)/পারফরমেন্স ব্যাংক গ্যারান্টির (পিবিজি) মেয়াদ পূর্তির ন্যূনতম ১৫ দিন আগেই জমাকৃত নবায়ন বা মেয়াদ বৃদ্ধি অথবা নতুন বিজি/পিজিবি কমিশনে জমা দিতে হবে।  
 
রোববার (২৮ আগস্ট) বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিআরসি।

 
 
এতে বলা হয়েছে, উল্লিখিত সময়ে বিজি বা পিজিবি’র নবায়ন বা মেয়াদ বৃদ্ধি অথবা নতুন বিজি বা পিজিবি কমিশনে জমা করতে ব্যর্থ হলে কমিশন থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জমাকৃত বিজি/পিজিবি নগদায়ন করে তা বকেয়া রাজস্ব বা ভবিষ্যতে প্রাপ্যযোগ্য রাজস্বের সঙ্গে সমন্বয় করা হবে।  
 
বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক (লাইসেন্সিং) এম. এ. তালেব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সব টেলিযোগাযোগ লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।