ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলের সেল্ফ ড্রাইভিং কার প্রজেক্টে ‘শন স্টুয়ার্ট’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
গুগলের সেল্ফ ড্রাইভিং কার প্রজেক্টে ‘শন স্টুয়ার্ট’

প্রায় সপ্তাহ দুয়েক আগে গুগলের সেল্ফ ড্রাইভিং কার প্রজেক্টের টেকনিক্যাল লিড ক্রিস আর্মসন হঠা‍ৎ করেই দায়িত্ব ছেড়ে যাওয়ায় আপাতদৃষ্টিতে সবকিছু থমকে যাওয়ার চিত্র ভেসে উঠে। কিন্তু এখন তার স্বাভাবিক চিত্র আবার ফুটে উঠেছে।

প্রজেক্টের মুখমাত্র জনি লু শুক্রবার নিয়োগপ্রাপ্ত নতুন ডিরেক্টরের কথা নিশ্চিতের পর সেল্ফ ড্রাইভিং প্রজেক্ট এখন আরো একধাপ এগিয়ে গেলো বলে মনে করা হচ্ছে।

এছাড়া গুগল আলফাবেটের অধীনে গুগল এক্স’র জন্য সদ্য এই নিয়োগের বিষয়টি সেল্ফ ড্রাইভিং কার ব্যবসা শুরু করার ব্যাপক চেষ্টার দিকটি তুলে ধরছে।

৭ বছরের বেশি সময় ধরে নেওয়া এই উদ্যোগের কার্যক্রমে গতিশীলতা আনতে গত ১২ মাস ধরে গুগলের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগেও রিপোর্টে বিগত কিছু সময় ধরে প্রজেক্টির মাধ্যমে আয়ের পথ তৈরে করতে গুগলের ব্যাপক পরিশ্রমের কথা তুলে ধরা হয়।

গুগলের ডাইভারলেস কার প্রকল্পের ডিরেক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত স্টুয়ার্ট ২০১৪ সাল থেকে এয়ারবিএনবি’র ভেকেশন রেন্টালের গ্লোবাল প্রধানের কাজ করছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ বিষয়ে দৃঢ়ভাবেই বলা হয়েছে, এক্স এর এই প্রতিনিধি গুগল আলফাবেট গ্যারেজ কার টিম’কে পরিচালনা করবেন।

এছাড়া হুনদাইয়ের সাবেক এক্সিকিউটিভ যিনি ২০১৫ সালে সেল্ফ কার প্রজেক্টের সিইও‘র দায়িত্ব পান। দীর্ঘ কালের এই প্রজেক্টকে বাজারে নিয়ে যেতে তার সাথে যাবতীয় প্রস্ত্ততি নিয়েও আলোচনায় বসবেন নতুন ডিরেক্টর।

ধারণা করা হচ্ছে, স্ট্যান্ড-অ্যালন বা স্বতন্ত্র কম্পানি রুপে প্রতিষ্ঠিত করতে এবং বর্তমান পৃথিবীর বিদ্যমান বিশেষ বিষয়গুলো নিয়ে বুদ্ধি পরামর্শ করবেন তারা।

স্টুয়ার্ট তার পূর্বের অভিজ্ঞতা দিয়ে প্রাপ্ত দায়িত্বকে বেগমান করে তুলতে পারবেন বলেও আশা করা হচ্ছে। মূলত বাণিজ্য সম্প্রসারণে তার দৃষ্টি থাকবে। যদিও বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

আগের এক গুজবে বলা হয়েছিল যে, প্রকৃতপক্ষে ভাড়ায় সেবা চালু করতে সেল্ফ ড্রাইভিং প্রযুক্তিকে রোবটিক রাইড করতে চায় গুগল।

এদিকে নিয়োগের ব্যাপারটি কিছুটা ব্যতিক্রম বলে মনে করা হচ্ছে। কারণ রোবটিক প্রজেক্টের জন্য নির্বাচিত প্রথম কেউ যিনি আগে অনলাইন ট্রাভেল প্রতিষ্ঠানে কাজ করেছেন।

এছাড়া ১০০টি সেল্ফ ড্রাইভিং মিনিভ্যান তৈরির জন্য গুগলের ফিয়াট ক্রিসলারকে অংশীদার করার খুব বেশী সময় বাদে নিয়োগের ঘটনাটি প্রকাশ্যে আসলনা বলে মনে করছেন আলোচকরা।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।