ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ছয় কোটির মাইলফলকে মোবাইল ইন্টারনেট গ্রাহক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ছয় কোটির মাইলফলকে মোবাইল ইন্টারনেট গ্রাহক

ঢাকা: বাংলাদেশে মোট প্রায় সাড়ে ছয় কোটির মধ্যে ছয় কোটির মাইলফলকে পৌঁছালো মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সর্বশেষ জুলাই মাসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


 
বিটিআরসি’র তথ্যানুযায়ী, জুলাই মাসে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছয় কোটি ৩৯ লাখ ১৫ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছয় কোটি ৩৭ হাজার, ওয়াইম্যাক্স এক লাখ আট হাজার, আইএসপি ও পিএসটিএন ৩৭ লাখ ৭০ হাজার।
 
গত জুনে মোট ইন্টারনেট গ্রাহক ছিলো ছয় কোটি ৩২ লাখ ৯০ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট পাঁচ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার, ওয়াইম্যাক্স এক লাখ ১২ হাজার, আইএসপি ও পিএসটিএন ৩৫ লাখ ২০ হাজার।
 
কমেছে মোবাইল গ্রাহক
দেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১২ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার। গত জুন মাসে গ্রাহক ছিলো ১৩ কোটি ১৩ লাখ ৭৬ হাজার।
 
জুলাইয়ে মোবাইল অপারেটরদের মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা পাঁচ কোটি ৬৩ লাখ, বাংলালিংকের তিন কোটি ১৩ লাখ ৬২ হাজার, রবির দুই কোটি ৬৮ লাখ ১৮ হাজার, এয়ারটেলের ৯৩ লাখ ৫৪ হাজার, সিটিসেলের ছয় লাখ ৬৮ হাজার এবং টেলিটকের ৪৪ লাখ ৩৭ হাজার।
 
গত জুনে গ্রামীণফোনের গ্রাহক পাঁচ কোটি ৬৯ লাখ নয় হাজার, বাংলালিংকের তিন কোটি ১৯ লাখ ৪১ হাজার, রবির দুই কোটি ৭৪ লাখ ৪২ হাজার, এয়ারটেলের ৯৮ লাখ ৯২ হাজার, সিটিসেলের সাত লাখ দুই হাজার, টেলিটকের ৪৪ লাখ ৯০ হাজার ছিলো।
 
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআইএইচ/এসএনএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।