গত সোমবার (২৯ আগস্ট) ভ্যাটিকানে গিয়ে খ্রিষ্ট্রানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের সাথে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ফেসবুক প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ। এ সময় তিনি পোপকে একটি ফেসবুক ড্রোন উপহার দেন।
ড্রোনটি অবশ্য সত্যিকারের কোনো ড্রোন নয়, এটি একটি রেপ্লিকা মাত্র। দূর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদানের জন্য ফেসবুক সৌর চালিত আকিলা নামের বিশালাকার যে বিমানের পরিকল্পনা করেছে এটি তারই ছোট্ট একটি সংস্করণ।
পোপ ফ্রান্সিসের সাথে দেখা করে উচ্ছসিত জাকারবার্গ তার ফেসবুক পেইজে লিখেছেন, পোপের সাথে আমি মানুষের যোগাযোগ রক্ষার বিষয়টি নিয়ে কথা বলেছি। দূর্গম আর পিছিয়ে পড়া অঞ্চলেও ইন্টারনেট কতটা জরুরী সে বিষয়ে আলাপ হয়েছে।
আমরা তাকে আমাদের সৌর চালিত আকিলার একটি রেপ্লিকা উপহার দিয়েছি। যার মাধ্যমে সম্ভব হবে, ইন্টারনেটবিহীন অঞ্চলগুলোতে এই সেবা পৌঁছে দেয়া।
প্রসঙ্গত, ইতালির ভয়াবহ ভূমিকম্পের পর সেখানকার অবস্থান পর্যবেক্ষণ করতে গেছেন জাকারবার্গ। সেই সূত্রে পোপের সাথেও সাক্ষাৎ করে নিলেন তিনি।
এদিকে ইতালিতে ভূমিকম্পের পর ওই অঞ্চলটি ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায়, জাকারবার্গের আকিলার প্রয়োজনীতা বিশ্ববাসীর সামনে আরেকবার জরুরী সেবা হিসেবেই হয়ত এখন বিবেচিত হচ্ছে। তাই সুযোগটিকে কাজে লাগাতে একটুও সময় নষ্ট করেননি ফেসবুক সিইও।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমএডি/এসজেডএম