ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জনসেবাটাই বাংলাদেশি ব্র্যান্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
জনসেবাটাই বাংলাদেশি ব্র্যান্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্র্যান্ডের নাম, রঙ বা লোগো গুরুত্বপূর্ণ নয়; বরং জনগণের সেবা করাটাই হলো বাংলাদেশি ব্র্যান্ড।  ‘উদ্ভাবনী ধারণার শক্তিকে উদযাপন’- থিম নিয়ে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত কমিউনিকেশন সামিটের এক আলোচনায় এমন ধারণা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা।



ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সেবা কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী বলেন, এখান থেকে প্রায় একশ'র মতো সেবা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে জনসেবার তথ্যও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, আমাদের ডিসিরা ফেসবুক থেকে অভিযোগ নিয়ে সমাধান করছে। প্রায় সব ডিসি এ চর্চা করছেন। ব্র্যান্ড মানে কোনো লোগো বা রঙ নয়, জনগণের সেবাটাই আমাদের কাছে ব্র্যান্ড। জনগণের সেবা করাটাই বাংলাদেশের ব্র্যান্ড।

'দ্য পাওয়ার অফ আইডিয়া ইন দ্য কানেকটেড এইজ টু চেঞ্জ বিহেবিয়ার' শীর্ষক আলোচনায় ভারতের সল্ট ব্র্যান্ড কমিউনিকেশনের সাবেক ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর অরণ দিবাকরণ, বিটপি লিও বারনেটের চিফ অপারেশন অফিসার মিথুন রায় আলোচনায় অংশ নেন।

মিথুন রায় বলেন, একটি পাওয়ারফুল অাইডিয়া জগত পরির্বতন করতে পারে। সেজন্য অাইডিয়া গুরুত্বপূর্ণ।

আলোচনায় সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মিডিয়ার ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন অরুণ দিবাকরণ।  

তিনি বলেন, আমরা প্রতিনিয়ত এ মাধ্যম থেকে উপকৃত হচ্ছি। নতুন যুগের মিডিয়া হিসেবে ডিজিটাল মিডিয়ার পরির্বতন হচ্ছে, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এ মিডিয়া গুরুত্বপূর্ণ।

প্যানেল আলোচনার মডারেটর ছিলেন অ্যাডকম লিমিটেডের এমডি এবং কালার এফএম'র সিইও নাজিম ফারহান চৌধুরী।

দিনব্যাপী এ সামিটে সৃজনশীলতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সাড়ে তিনশ' পেশাজীবী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।