জার্মানির বার্লিনে ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রযুক্তিপণ্যের (আইএফএ) আসরে চীনা প্রতিষ্ঠান ইন্সটা৩৬০ ভার্চূয়াল রিয়েলিটি প্রযুক্তির অসাধারণ চারটি ক্যামেরা নিয়ে হাজির হয়েছিল। ৩৬০ ডিগ্রী অ্যাঙ্গেলের এই ক্যামেরা পুরো একটি পরিবার কিংবা চারপাশের পরিবেশ এমনভাবে একত্রিত করে চিত্রধারণে সক্ষম যা সত্যিই বিষ্ময়কর।
আকারে ছোট হলেও অধিক কার্যক্ষমতার এই ডিভাইসটি চলমান ইভেন্টের দর্শণার্থী, ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে জায়গা করে নেয়। ইন্সটা৩৬০ স্টেরিও যা গোলাকার কায়দায় “ থ্রিডি ফটো এবং ভিডিও” দৃশ্যধারণ সহ লাইভ স্ট্রিমিং‘ও করতে পারে।
বলা হচ্ছে, ফেসবুক যাদের নেশা এটা হতে পারে তাদের জন্য সবচেয়ে উপযুক্ত। এছাড়া প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্যও ৩৬০ ডিগ্রী ক্যামেরা যথেষ্ট কার্যকর।
অ্যান্ড্রয়েড ভিত্তিক ‘ইন্সটা ৩৬০ এয়ার’ নিয়ে এখনও বেশী তথ্য প্রকাশ্যে আসেনি। তারপরও বলা হচ্ছে, অ্যান্ড্রয়েড ফোনে এটি পাওয়ার জন্য যাদের প্রচন্ড আবেগ রয়েছে হাই রেজূলেশনের এই ক্যামেরা নি:সন্দেহে তাদের প্রয়োজন মেটাবে।
ইন্সটা৩৬০ ফোরকে ক্যামেরার সাথে দুইটি অধিক চওড়া ফিশআই লেন্স রয়েছে।
আইএফএ‘তে প্রদর্শিত এই ক্যামেরাগুলো কিভাবে কাজ করবে এবং দাম কতো হবে তা প্রকাশ করা হয়নি। তবে সম্প্রতি আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত ইন্সটা৩৬০ ন্যানো‘র দাম অনুযায়ী এর দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এমন আশা কৌতুহলীদের।
আইফোনের লাইটেনিং পোর্টের মাধ্যমে এটা যুক্ত করা যায়, দাম ২১৯ ডলার।
ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে মাতামাতি যখন সেইসাথে ফেসবুক ফিডে ৩৬০ ডিগ্রী ফটো ও ভিডিও্ সুবিধা চালুর পর থেকে এই প্রতিযোগিতায় আসতে অনেকেই ব্যাপক চেষ্টা করছে।
আইফোনের মাধ্যমে শুরু করলেও চীনা প্রতিষ্ঠানটি এখন নির্দিষ্টভাবে এর অ্যান্ড্রয়েড ভার্সনও নিয়ে এলো। আসছে নভেম্বরে আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হবে নতুন এয়ার।
নেক্সাস ৬পি’র মতো অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে এটি ব্যবহারের জন্য ইউএসবি টাইপ সি থাকবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের মুখপাত্র।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
এসজেডএম