ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গতি এসেছে টেলিটকের ব্যবস্থাপনায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
গতি এসেছে টেলিটকের ব্যবস্থাপনায়

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর ‘টেলিটক’ এর ব্যবস্থাপনায় গতি এসেছে বলে মনে করে সংসদীয় কমিটি। কমিটির মতে, সরকারি এই  টেলিফোন কোম্পানির ব্যবস্থাপনায় শৃঙ্খলাও ফিরিয়ে এসেছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে  টেলিটক নিয়ে আলোচনায় এ মতামত দেওয়া হয়।

কমিটির সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,  মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন) এবং হোসনে আরা লুৎফা ডালিয়া।
 
বৈঠকে জানানো হয়, টেলিটক ব্যবস্থাপনার  দুর্বলতা নিরসনের লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সক্রিয় রয়েছে । এ লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে টেলিটকের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে অফিস অটোমেশন, প্রক্রিয়া সহজীকরণ, ইআরপিতে হিউম্যান রিসোর্স ও প্রকিউরমেন্ট মডুলগুলো যুক্ত করা হয়েছে। এসব কার্যক্রমের ফলে টেলিটকের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে ।
 
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে টেলিটক নিয়ে নতুন বিজনেস প্লান করা, টেলিটকের সমস্যা ও এটিকে কীভাবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়  সে বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবকে সুপারিশ করা হয় ।
 
বৈঠকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রজেক্ট ম্যানেজমেন্ট ড্যাসবোর্ড নামে যে ওয়েবভিত্তিক সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে, তা উপজেলা পর্যায়ে যুক্ত করার তাগিদ দেওয়া হয়। আর ড্যাসবোর্ডে উপজেলার যে সকল প্রকল্প আছে, তা সংযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে সুপারিশ করা হয়।
 
এছাড়া, ডিজিটাল ল্যাবগুলোকে জেলা থেকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেগুলোকে  ল্যাংগুয়েজ ল্যাবে পরিণত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে সুপারিশ করা হয় ।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।      
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।