ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নিজেদের সাইটকেই অবৈধ বললো ওয়ার্নার ব্রাদার্স!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
নিজেদের সাইটকেই অবৈধ বললো ওয়ার্নার ব্রাদার্স!

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স সার্চ রেজাল্ট থেকে নিজেদের ওয়েবসাইটটি সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানিয়েছে গুগলকে। ওয়েবসাইটটির মাধ্যমে কপিরাইট আইন লংঘন হচ্ছে এমনটা মনে করে নিজ সাইটের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে ওয়ার্নার ব্রাদার্সের এ অনুরোধ।

সার্চ জায়ান্টকে এছাড়াও অনুরোধ জানানো হয়েছে অ্যামাজন, স্কাই এবং চলচ্চিত্রের তথ্য ভান্ডার আইএমডিবি পরিচালিত মুভি স্ট্রিমিং ওয়েবসাইটগুলোর লিংক সরিয়ে ফেলার জন্য। যারা স্বীকৃত অনলাইন মুভি পোর্টাল হিসেবে খ্যাত।

ওয়ার্নার ব্রাদার্সের হয়ে গুগলের কাছে বিষয়টি নিয়ে আবেদন করে ভোবাইল নামের একটি প্রতিষ্ঠান। প্রতিমাসে প্রতিষ্ঠানটি এ ধরনের হাজার হাজার বিষয় রেকর্ড করে থাকে। যাদের কাজই হলো তাদের গ্রাহকদের নির্দেশ অনুযায়ী ইন্টারনেট থেকে অভিযুক্ত তথ্য সরিয়ে ফেলতে গ্রাহককে সহযোগিতা করা।

ওয়ার্নার ব্রাদার্সের অনুরোধের এই বিষয়টি প্রথম প্রকাশ পায় নিউজ ব্লগ টরেন্ট ফ্রিক’কে, যেখানে ভোবাইলের বড় ধরনের কিছু ভুল ছিল বলে উল্লেখ করা হয়।

এছাড়াও ‘ব্যাটম্যান: দ্য ডার্ক নাইট এবং দ্য মেট্রিক্স’ চলচ্চিত্রের অফিসিয়াল ওয়েবসাইটের লিংকগুলোও সরিয়ে ফেলার অনুরোধ জানানো হয়েছিল গুগলকে।

উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা ওয়ার্নার ব্রাদার্স এই পদক্ষেপের মাধ্যমে কোনো ইন্টারনেট ব্যবহারকারীকে তাদের কপিরাইটকৃত ছবির লিংক বা এর খোঁজ দিতে চায় না।

কিন্তু ওয়ার্নার ব্রাদার্সের আবেদন পর্যবেক্ষণের পর অ্যামাজন, আইএমডিবি এবং স্কাই’র লিঙ্কগুলো সরাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে গুগল।

প্রসঙ্গত, বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে কপিরাইট আইন লংঘন করে চলচ্চিত্র আদান প্রদানের ফলে হরহামেশাই ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।