নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে চেষ্টা করলে বাংলাদেশের মেয়েরাও অন্যান্য বিষয়ের মতো প্রোগ্রামিংয়ে বিশ্বজয় করতে পারে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনাজপুরে "গ্রেস হপার গার্লস ক্যাম্প ফর প্রোগ্রামিং কনটেস্ট" শীর্ষক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে গুগল, ফেসবুক, মাইক্রোসফটে কর্মরত বাংলাদেশের মেয়ে প্রোগ্রামারদের কথা তুলে ধরে এ আশাবাদ ব্যক্ত করেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও দিনাজপুর আইটি সিলিউশন মেয়েদের জন্য তিন দিনব্যাপী এই প্রোগ্রামিং ক্যাম্পের আয়োজন করেছে। এতে সার্বিক সহযোগিতা করছে দিনাজপুর জেলা প্রশাসন।
উদ্বোদনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর আইটি সলিউশনের প্রধান নির্বাহী নাহিদা পারভিন।
প্রোগ্রামিং কনটেস্টের জন্য এখানে প্রয়োজনীয় ডাইনামিক প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, গ্রাফ, নম্বর থিউরি, জ্যামিতি, এডহক প্রোগ্রামিং সহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এছাড়া ক্যাম্পে প্রোগ্রামিং প্রতিযোগিতার বিভিন্ন সমস্যা সম্পর্কেও আলোচনা করা হচ্ছে। দিনাজপুরের বিভিন্ন বিদ্যালয়, পলিটেকনিক ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১ জন মেয়ে অংশগ্রহণ করছে ক্যাম্পে।
বিডিওএসএন’র কর্মসূচী সমন্বয়কারী আল রাব্বি জানান, দেশে কম্পিউটার বিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ের ২৫% শিক্ষার্থী মেয়ে হলেও তাদের মধ্যে প্রোগ্রামার হতে চাওয়া মেয়ের সংখ্যা অপ্রতুল।
মেয়েদের মধ্যে প্রোগ্রামিং-কে জনপ্রিয় করা ও তাদের প্রোগ্রামিং দক্ষতার উন্নয়নে বিডিওএসএন তাদের #মিসিংডটার কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন স্থানে প্রোগ্রামিং ক্যাম্পের আয়োজন করছে।
উল্লেখ্য, গত ২৮ -৩০ আগস্ট ঢাকায় প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসজেডএম