ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভাইবার মেসেজিং ও স্টিকার সেট নিয়ে এলো গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ভাইবার মেসেজিং ও স্টিকার সেট নিয়ে এলো গ্রামীণফোন

ঢাকা: বাংলাদেশে ভাইবার মেসেজিং ও স্টিকার সেট চালুর জন্য ভাইবারের সঙ্গী হয়েছে গ্রামীণফোন।  এর ফলে গ্রামীণফোনের গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে ভাইবার মেসেজিং ব্যবহার করতে পারবেন।



এছাড়াও তারা ভাইবার স্টিকার মার্কেট থেকে বিনামূল্যে গ্রামীণফোনের স্টিকার সেট ব্যবহার করতে পারবেন।
 
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, গ্রাহকদের জন্য সুবিধাজনক ডেইলি মেসেজিং ও স্টিকার সেট চালু করতে ভাইবারের সহযোগী হতে পেরে গ্রামীণফোন আনন্দিত।  
 
‘আমাদের বিশ্বাস, এ সহযোগিতা গ্রামীণফোনের ডিজিটাল সেবার জন্য নতুন বিতরণ মাধ্যম তৈরি করবে এবং গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে। ’
 
বুধবার (০৭ সেপ্টেম্বর) গ্রামীণফোন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রাহকরা *5000*215# ডায়াল করে ২ টাকায় ২০ মেগাবাইটের একদিন মেয়াদের ভাইবার ম্যাসেজিং কিনতে পারবেন। এছাড়াও ভাইবার স্টিকার মার্কেট থেকে স্টিকার সেট ডাউনলোড করা যাবে।
 
গ্রামীণফোনের সঙ্গে সহযোগিতা সম্পর্কে ভাইবারের দক্ষিণ এশিয়া প্রধান অনুভব নায়ার বলেন, আমরা সবসময় গ্রাহকদের কাছে ভাইবারের আকর্ষণ বাড়াতে সচেষ্ট। ভাইবার মেসেজিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে সুলভে একটি যোগাযোগ ব্যবস্থা পৌঁছে দিতে গ্রামীণফোনের সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।