ঢাকা: স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ এর ব্যাপারে কড়া সাবধানি দিয়ে যুক্তরাষ্ট্রের গ্রাহক নিরাপত্তা কমিশন (সিপিএসসি) জানিয়েছে, মার্কিন মুলুকের বাজার থেকে ১০ লাখ নোট ৭ প্রত্যাহার হচ্ছে। স্মার্টফোনটির ব্যাটারিতে ত্রুটির কারণে আগুন ধরে যাওয়ার খবরে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিপিএসসি’র পক্ষ থেকে এ কথা জানানো হয়। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন সিপিএসসির চেয়ারম্যান ইলিয়ট কায়ে।
তিনি বলেন, স্যামসাং যুক্তরাষ্ট্রের বাজার থেকে ১ মিলিয়ন (১০ লাখ) নোট ৭ সরিয়ে নিচ্ছে। কারণ ব্যাটারিতে ত্রুটির কারণে স্মার্টফোনটি উত্তপ্ত হয়ে বিস্ফোরিত হচ্ছে। এতে গ্রাহক ভয়ানকভাবে দগ্ধ হওয়ার ঝুঁকিতে পড়ে যাচ্ছেন।
স্যামসাং দাবি করেছে, জায়গার তুলনায় নোট ৭ এর ব্যাটারি বড় হয়ে গেছে। এ কারণে এটি উত্তপ্ত হয়ে বিস্ফোরিত হচ্ছে।
সিপিএসসি চেয়ারম্যান কায়ে বলেন, গত সপ্তাহে আমরা গ্রাহকদের স্মার্টফোনটি বন্ধ করে দেওয়ার কথা বলেছিলাম। এবার আমরা গ্রাহকদের এটি অন্য স্মার্টফোনের সঙ্গে বদল অথবা অর্থ ফেরত নেওয়ার কথা বলছি।
সিপিএসসির এক প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯২টি ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২৬ গ্রাহক হয়েছেন দগ্ধ, আর ৫৫ গ্রাহক শিকার হয়েছেন ক্ষয়ক্ষতির।
গত আগস্টে ঢাকঢোল পিটিয়ে বাজারে আসে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নোট ৭। কিন্তু সপ্তাহ দুই আগে খবর ছড়ায়, এর ব্যাটারি বিস্ফোরিত হয়ে দুর্ঘটনা ঘটছে। খবরের প্রেক্ষিতে স্যামসাং তাদের নোট ৭ বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এরপর কয়েক সপ্তাহের মধ্যে বিক্রি হওয়া নোট ৭ এর ২৫ লাখ স্মার্টফোনও সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়।
তাদের এ ঘোষণায় গত সপ্তাহে শেয়ারবাজারে পতন হয় স্যামসাংয়ের। তাদের শেয়ার মূল্য কমে যায় ছয় শতাংশ।
এরমধ্যে বিভিন্ন দেশের এয়ারলাইন তাদের ফ্লাইটে স্যামসাং স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করতে শুরু করে। নিষিদ্ধ করতে শুরু করে স্যামসাংয়ের অন্যান্য ডিভাইসের ব্যবহারও।
নোট ৭ এর কারণে স্যামসাংয়ের পতনের খবরের সবশেষটিই বৃহস্পতিবার জানালো সিপিএসসি।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এইচএ/
আরও পড়ুন
** নোট ৭ ব্যবহার থেকে বিরত থাকতে বললো স্যামসাং