ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বন্ধ হচ্ছে স্কাইপের লন্ডন অফিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
বন্ধ হচ্ছে স্কাইপের লন্ডন অফিস

চলতি বছরের শেষ চার মাসে সারাবিশ্ব থেকে প্রায় ২৮৫০ জন কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট। গত আগস্টে বার্ষিক প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিল সফটওয়্যার জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।

সেই সিদ্ধান্ত হয়ত চুড়ান্তভাবে বাস্তবায়িত হতে যাচ্ছে।

কারণ এ মুহূর্তের খবরগুলোতে জানানো হয়েছে, লন্ডনে অবস্থিত মাইক্রোসফট মালিকাধীন স্কাইপের মূল অফিস বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সেখানকার প্রায় ৪শ জন কর্মী চাকরি হারাচ্ছে।

স্কাইপের লন্ডন অফিস গুটিয়ে নেয়ার বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এটি যুক্তরাজ্যের প্রযুক্তি শিল্পের জন্য বেশ বড় ধরনের দু:সংবাদ।

এদিকে খবরটি ছড়িয়ে পড়ায় ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়া যাওয়ার প্রক্রিয়া মাইক্রোসফটকে এমন সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও অনুপ্রাণিত করেছে।

স্কাইপের সাবেক ভাইস প্রসিডেন্ট রাস শ প্রতিক্রিয়ায় জানিয়েছেন, গোটা ইউরোপের জন্য স্কাইপে একটি আইকনিক প্রযুক্তি প্রতিষ্ঠান। লন্ডন থেকে এর মুল অফিস গুটিয়ে নেয়া সত্যি একটি হতাশাজনক খবর।

উল্লেখ্য, ২০০৩ সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয় স্কাইপে। পরে ২০১১ সালে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয় জনপ্রিয় ভিডিও কল করার মাধ্যমটি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।