ঢাকা: ইউনিয়ন পরিষদ থেকে গ্রামের ঘরে ঘরে ইনফো লেডিরা তথ্যসেবা নিয়ে যাবেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রোববার (১৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া পাঁচটায় ‘ডিজিটাল কনটেন্ট ফর ওমেন ইন এগ্রিকালচার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জুনায়েদ আহমেদ পলক বলেন, গ্রামের সুবিধাবঞ্চিত নারীরাও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। তাদের সুবিধার জন্য কাজ করতে হবে। তাদের তথ্যসেবা দিতে ঘরে ঘরে পৌঁছে যাবেন ইনফো লেডিরা। গ্রামের কৃষাণিরাও তথ্যপ্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। ইনফো লেডিরা মোবাইল, ল্যাপটপ ও ট্যাব নিয়ে তাদের কাছে যাবেন।
ইতোমধ্যে ১৬টি জেলায় ইনফো লেডির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তাছাড়া ৫টি মোবাইল ট্রেনিং বাস চালু করা হবে। এসব বাসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষ প্রশিক্ষণ নিতে পারবেন। স্মার্ট কৃষাণিদের মোবাইল ফোনও দেয়া হবে সরকারের পক্ষ থেকে। দেশের ৬৪টি জেলায় ৬৪টি ই-শপ তৈরি করা হবে, যেখান থেকেও সুবিধাবঞ্চিত নারীরা সুবিধা পেতে পারেন।
প্রতিমন্ত্রী জানান, মোবাইল অ্যাপ্লিকেশন ও গেমিং ডেভেলপমেন্টের কাজ করছে সরকার। ৩০০ মোবাইল অ্যাপ্লিকেশন ও ২০০ মোবাইল গেমস তৈরি করা হবে। বিশ্বজুড়ে দেড়শ’ বিলিয়ন ডলারের বাজার আছে গেমিংয়ের। এর ক্ষুদ্র অংশও যদি বাংলাদেশ পায় তাহলেও অনেক আয় করা সম্ভব।
তিনি আরো বলেন, কোন ভাষায় কনটেন্ট হবে তার ওপর জোর দিতে হবে। কারণ, কৃষাণিদের বোঝাতে হলে তাদের ভাষায় হতে হবে। সহজবোধ্য হলে সহজেই তৃণমূল পর্যায়ের মানুষ তার থেকে সুবিধা পেতে পারেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশ কৃষিতে আমূল পরিবর্তন আনছে এবং তাতে নারীদের ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করেন অস্ট্রেলিয়ার মনাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ল্যারি স্টিলম্যান। তবে এক্ষেত্রে নারীদের প্রশিক্ষণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সভায় কৃষিতে নারীর উপযোগী কনটেন্ট তৈরি করে তা কিভাবে সহজে ব্যবহার করা যাবে সে বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভাটির সঞ্চালনা করেন আইসিটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
ইউএম/এএসআর