ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মান অক্ষুণ্ণ রয়েছে ‘মটো জেড প্লে’র

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
মান অক্ষুণ্ণ রয়েছে ‘মটো জেড প্লে’র

মটোরোলার মডুলার মটো জেড পরিবারের নতুন সদস্য ‘মটো জেড প্লে’। মটো জেড ড্রয়েড ও মটো জেড ফোর্স ড্রয়েড’র সাথে অনেকটা মিল থাকলেও পার্থক্য রয়েছে এর দামে।

প্রায় দুই মাস আগে যুক্তরাষ্ট্রে পণ্য দুটির বিপণন শুরু করে প্রতিষ্ঠানটি।

এর কিছু দিন পরই আইএফএ ইভেন্ট উপলক্ষে জেড পরিবারে ঘোষণা করা হয় নতুন ‘জেড প্লে’।

৮ সেপ্টেম্বর থেকে পণ্যটি যুক্তরাষ্ট্রে পাওয়া গেলেও যুক্তরাজ্যের হ্যান্ডসেট ব্যবহারকারীদেরও হাতের নাগালে এখন এটি। স্থানীয় মূল্য ৪৯৯ পাউন্ড যা প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলোর পণ্য মূল্যের চেয়ে অনেক কম।

বলা হচ্ছে, গ্যালাক্সি এস ৭এজ কিনতে যেখানে লাগবে ৬৩৯ পাউন্ড, সেখানে মটো জেড প্লে কিনলে বড় অঙ্কের টাকা সাশ্রয় করতে পারবে ক্রেতারা। কিন্তু সিরিজের অন্য পণ্যের তুলনায় ‘জেড প্লে’র কম দাম নির্ধারণ হলেও গুণগত মানের ক্ষেত্রে কোনো আপোষ করেনি নির্মাতা প্রতিষ্ঠান।

আরএজেডআর সিরিজের পাতলা গড়নের এই ফোনে ইউএসবি টাইপ-সি সংস্করণ প্রাধান্য পাওয়ায় বাদ পেড়েছে হেডফোন সকেট। এছাড়া এই মটো ডিভাইসে অনির্দিষ্ট গ্রাহক স্বনির্ধারিত অফার রয়েছে। ফলে ব্যবহারকারীরা নিজের মতো করে সবকিছু বিন্যস্ত করতে পারবেন।

তথ্য মতে, মটোরোলার ইউকে সাইটে পণ্যটির অর্ডার নেয়া হয়। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের নতুন পণ্যটি ব্ল্যাক ও গ্রে এবং হোয়াইট ও গোল্ড রঙের মিশ্রণে এসেছে।

পর্দা আগের ৫.৫ ইঞ্চির ডিসপ্লেযুক্ত পণ্যের মতোই তবে রেজ্যুলেশন কমিয়ে করা হয়েছে ২৫৬০ বাই ১৪৪০। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট সহ ৪ জিবি ৠাম, টার্বোপাওয়ার চার্জিং সহ ২৬০০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ এমপি রিয়ার এবং ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা যুক্ত রয়েছে এতে।

তবে, হ্যান্ডসেটটি অন্যান্য বাজারে কবে নাগাদ পাওয়া যাবে সে ব্যাপারে কোনো তথ্য প্রকাশিত হয়নি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।