ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডি‌জিটাল ওয়ার্ল্ড উপদেষ্টা ক‌মি‌টির প্রথম বৈঠক চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
ডি‌জিটাল ওয়ার্ল্ড উপদেষ্টা ক‌মি‌টির প্রথম বৈঠক চলছে

ঢাকা: ডি‌জিটাল ওয়ার্ল্ড উপদেষ্টা ক‌মি‌টির প্রথম সভা শুরু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

 

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মু‌হিতের সভাপ‌তিত্বে বৈ‌ঠকে উপস্থিত রয়েছেন শিল্পমন্ত্রী আ‌মির হোসেন আমু, বা‌ণিজ্যমন্ত্রী তোফ‌‍ায়েল আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ই‌ঞ্জি‌নিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযু‌ক্তি মন্ত্রী স্থপ‌তি ইয়াফেস ওসমান, রেলপথ মন্ত্রী মু‌জিবুল হক, তথ্য ও যোগাযোগ প্রযু‌ক্তি প্র‌তিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বে‌সিস এর চেয়ারম্যান মোস্তফা জব্বার প্রমুখ।  

‌বৈঠকের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযু‌ক্তি প্র‌তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বি‌ভিন্ন দেশের অ‌ভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লা‌গিয়ে আমাদের এ‌গিয়ে যেতে হবে। ‌ বাংলাদেশের সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরতে আগামী ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর ডি‌জিটাল মেলার আয়োজন করা হচ্ছে।  

ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আই‌সি‌সি‌বি) তিন দিনব্যাপী এ মেলা অনু‌ষ্ঠিত হবে।

বাংলা‌দেশ সময়: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।