ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্যামসাংয়ের দাবি মিথ্যা, নোট ৭ বিস্ফোরণ চীনেও!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
স্যামসাংয়ের দাবি মিথ্যা, নোট ৭ বিস্ফোরণ চীনেও!

ঢাকা: যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণের ঘটনায় ‘রোষের’ মুখে পড়া স্যামসাং পিঠ বাঁচাতে বলেছিল, চীনে বিক্রিত ফোনগুলো ব্যবহারের জন্য নিরাপদ। কিন্তু তাদের এ দাবি মিথ্যা প্রমাণ করলো দেশটিতে দু’টি নোট ৭ বিস্ফোরণের ঘটনা!

এর ফলে স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি তার সবচেয়ে বড় বাজার নিয়ে শঙ্কায় পড়েছে।

দেশটির স্যোশাল মিডিয়ায় এক ব্যবহারকারী রোববার (১৮ সেপ্টেম্বর) লেখেন, তার বন্ধুর ব্যবহৃত একটি নোট ৭ বিস্ফোরণ হয়েছে।

এ বিষয়ে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ই-কমার্স সাইট জেডি.কম থেকে ফোনটি কেনা হয়। ব্যবহারের এক পর্যায়ে হঠাৎ ফোনটি গরম হয়ে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিস্ফোরণ হয় ও কালো ধোঁয়ায় পুরো ঘর আচ্ছাদিত হয়ে ‍যায়।  

অপর ঘটনার বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ব্যবহারকারী গেম খেলার সময় তা বিস্ফোরণ হয়।

তবে ঘটনা পর্যবেক্ষণে থাকা স্যামসাংয়ের সঙ্গে ই-মেইলে এ বিষয়ে যোগাযোগ করা হলে জেডি.কম’কে তারা কোনো উত্তর দেয়নি।

এদিকে বিপযর্য় ঠেকাতে বিভিন্ন ধরনের ‘প্রমোশন’ দিয়েও রক্ষা পাচ্ছে না স্যামসাং। বাজার থেকে ১০ লাখ নোট ৭ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আর ক্ষতিগ্রস্ত এক ক্রেতা নাকি স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন।

মার্কিন গ্রাহক নিরাপত্তা সংস্থা সিপিএসসির এক হিসাব মতে, যুক্তরাষ্ট্রের বাজারে থাকা নোট ৭ এর স্মার্টফোনগুলোর ৯২টি বিস্ফোরিত হয়েছে। এতে ২৬ গ্রাহক হয়েছেন দগ্ধ, আর ৫৫ গ্রাহক শিকার হয়েছেন ক্ষয়ক্ষতির।

বিস্ফোরণের খবর ছড়ানোর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের এয়ারলাইন্সে স্যামসাং স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে স্যামসাংয়ের অন্যান্য ডিভাইসের ব্যবহারও।  

**স্যামসাং নোট ৭ বিপর্যয়, ৯২ বিস্ফোরণে দগ্ধ ২৫
** নোট ৭ বিপর্যয়, নতুন স্মার্টফোন বা অর্থফেরত পাচ্ছেন গ্রাহকরা
** স্যামসাং নোট ৭ বিপর্যয়, ১০ লাখ ফোন সরাচ্ছে যুক্তরাষ্ট্র
** নোট ৭ ব্যবহার থেকে বিরত থাকতে বললো স্যামসাং

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।