ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তৈরি হলো বিশ্বের প্রথম রোবট হাতের ড্রোন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
তৈরি হলো বিশ্বের প্রথম রোবট হাতের ড্রোন

প্রযুক্তির খবর যারা রাখেন ড্রোন শব্দটি তাদের কাছে নতুন কিছু নয়। গোয়েন্দাগিরি কিংবা খেলনা হিসেবে বর্তমান বিশ্বে ড্রোনের চাহিদা এখন তুঙ্গে।

কিন্তু সেই ড্রোনের সাথে দুটি রোবট হাত যুক্ত করে ড্রোনকে নতুন রুপে বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিল জাপানের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘প্রোড্রোন’।

‘PD6B-AW-ARM’ কোড নামের রোবট হাত যুক্ত এই ড্রোনকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের প্রথম রোবট হাতযুক্ত ড্রোন। ২০ কেজি ওজনের ড্রোনটির কাজকর্মও বেশ চমকপ্রদ। সে তার রোবটিক হাত দিয়ে উড়তে উড়তে ১০ কেজি পর্যন্ত ভার উত্তোলন করতে সক্ষম।

শুধু কি তাই, প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার গতিতে একটানা চলতে পারে ৩০ মিনিট। প্রয়োজনে মাটি থেকে প্রায় সাড়ে ১৬ হাজার ফুট পর্যন্ত উপরে উঠতে পারে এটি। আর এটিকে পরিচালনা করা হয় অবশ্যই রিমোর্ট দিয়ে।

ড্রোনটির বাস্তব কর্মক্ষমতা প্রদর্শন করে একটি ভিডিও উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সেখানে দেখা যাচ্ছে অনায়াসে ড্রোনটি একটি চেয়ার তুলে ফেলছে, উঁচু জায়গায় তার কাটছে, এমন আরো কত কর্ম কৌশল।

তবে ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এর দাম সম্পর্কে এখনো কিছু বলা হয়নি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।