ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দক্ষিণ এশিয়ার আইটি সেক্টরের উন্নয়ন করবে বেসিস, ফিটিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
দক্ষিণ এশিয়ার আইটি সেক্টরের উন্নয়ন করবে বেসিস, ফিটিস

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ফেডারেশন অব ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি শ্রীলঙ্কা (ফিটিস)।

মঙ্গলবার রাজধানীর বেসিস কার্যালয়ে উভয় সংগঠনের মধ্যে এ বিয়য়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেসিসের পক্ষ থেকে সংগঠনে সভাপতি মোস্তাফা জব্বার, সহ-সভাপতি ফারহানা এ রহমান, পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, সোনিয়া বশির কবির এবং ফিটিসের পক্ষ থেকে সংগঠনটির চেয়ারম্যান ওয়াসানথা উইরাকুন উপস্থিত ছিলেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায় সম্প্রসারণ, অভিজ্ঞতা ও জনবল বিনিময়সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা করার বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এসময় বেসিসের পক্ষ থেকে ফিটিসের চেয়ারম্যানকে একটি প্রতিনিধিদলসহ আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’তে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ফিটিসের পক্ষ থেকেও আগামী ১১ থেকে ১৩ নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘ইনফোটেল ২০১৬’ সম্মেলনে বেসিস তথা বাংলাদেশকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একইসাথে ইনফোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে বেসিস সভাপতিকে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানের অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।