চীন-ভিত্তিক প্রতিষ্ঠান শাওমি মূলত মোবাইল ফোন নির্মাতা হিসেবে পরিচিত হলেও, চমকপ্রদ অন্যান্য প্রযুক্তিপণ্য প্রকাশ করে বাজারে দারুণ সাড়া ফেলেছে। বুধবার ভারতের বাজারে ‘মি এয়ার পিউরিফায়ার ২’ স্মার্ট হোম অবমুক্ত করে তারা।
শুধু ওয়াইফাই নয়, প্রাযুক্তিক নানা সুবিধার এই ডিভাইসটি শাওমি’র প্রথম স্মার্ট হোম প্রোডাক্ট।
স্থানীয় একটি প্রযুক্তি বিষয়ক সাইটে বলা হয়েছে, প্রায় ১০ হাজার রুপির এই পিউরিফায়ার ২৬ সেপ্টেম্বর থেকে মি.কমে এবং ভারতের নামকরা ইকমার্স সাইট ফ্লিপকার্টে আগামী ২ অক্টোবর থেকে কেনা যাবে। একই ইভেন্টে পরিধানযোগ্য মি ব্র্যান্ড ২‘ও উন্মুক্ত করা হয়, দাম প্রায় ২ হাজার রুপি।
গত বছরের নভেম্বরে এয়ার পিউরিফায়ার ডিভাইসটি প্রথম প্রকাশিত হয় চীনে যা এর আগের সংস্করণের চেয়ে আকারে আরো ছোট এবং অধিক শক্তিশালী। স্থানীয় গ্রাহকদের জন্য যখন এটি ৬৯৯ ইউয়ান (রুপিতে প্রায় ৭ হাজার ১’শর মতো) অফার করা হয়েছিল।
শাওমির এই এয়ার পিউরিয়ায়ার ২’তে রয়েছে একটি তিন স্তরের ফিল্টার। ৩৬০ ডিগ্রী’তে পরিশোধনের জন্য নলাকৃতির অবয়বে এটি স্থাপন করা হয়েছে। এছাড়াও আছে একটি পিইটি প্রি-ফ্লিটার, ইপিএ ফিল্টার এবং একটি সক্রিয় কার্বন ফিল্টার।
সহজে এবং আধুনিক পদ্ধতিতে নিয়ন্ত্রণের জন্য এর অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সনের অ্যাপও রয়েছে। রিমোর্ট অ্যাকসেস ছাড়াও এর বিশেষ সুবিধা হলো ওয়া্ফাইয়ের মাধ্যমে সংযুক্ত করা যায়। এমনকি ব্যবহারকারী চাইলে এর মাধ্যমে পণ্যটির নিয়ন্ত্রণ পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও শেয়ার করতে পারবেন।
অটো, নাইট বা স্লিপ এবং ম্যানুয়াল মোডে কাজ করে এটি। এমনকি বাসা বাড়িতে তাৎক্ষণিক মুহূর্তের এয়ার কোয়ালিটি সম্পর্কে পরামর্শ দেয়। ফ্যান স্পিড রেগুলটর ছাড়াও পরিবেশ আদ্রতাপূর্ণ করতে এবং তাপমাত্রার জন্য গাইডলাইও যুক্ত রয়েছে।
ব্যবহারকারীরা চাইলে পিউরিফাইয়ারটিতে টাইমার সিডিউল ঠিক করে দিতে পারবে এবং কখন ফিল্টার পরিবর্তন করতে হবে তাও স্বরণ করিয়ে দেয় অ্যাপটি।
ফিল্টার সহ ডিভাইসটির ওজন ৪.৮ কেজি এবং দৈর্ঘ্য ৫২০ বাই প্রস্থ ২৪০ এবং বেধ ২৪০ মিমি.।
নির্মাতা প্রতিষ্ঠান বলছে, এটি নাইটমাডে ৩০ ডেসিমেল নয়েজ কমিয়ে পরিবেশটাকে পুরো নীরব করে রাখতে পারে।
এছাড়া ক্ষুদে এই ডিভাইসের জন্য শাওমি হালনাগাদকৃত মিআইইউআই ৮ অ্যাপ চালু করেছে। বর্তমানে এর পরীক্ষামূলক ভার্সন আছে।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এসজেডএম