ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলে সোশ্যাল সার্চ

আশফাক রহমান অয়ন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১
গুগলে সোশ্যাল সার্চ

গুগলের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এরপরও গুগল তার গ্রাহকদের আরও মানোন্নত সেবা দিতে নিরলস কাজ করছে।

আনছে নিত্যনতুন সব সেবামাধ্যম।

এ মুহূর্তে গুগলের সবচেয়ে আলোচিত সেবা হচ্ছে ‘সোশ্যাল সার্চ’। এ সেবার আওতায় গুগল প্লাস ব্যবহারকারীদের পোস্ট থেকে গুগলে তথ্য প্রদর্শন করবে।

এর সঙ্গে ব্যবহারকারীরা তাদের গুগল প্লাস অ্যাকাউন্টে যেসব লিঙ্ক শেয়ার করেছে, এর নিচে তাদের নামও প্রদর্শিত হবে।

গুগল প্লাস অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলেই ওই ইমেইল অ্যাকাউন্টের সূত্র ধরে ব্যবহারকারীর অনুমোদন করা লিঙ্কগুলো সার্চ ফলাফল প্রদর্শন করবে।

গুগলের পণ্য ব্যবস্থাপক সাগর কামদার জানান, যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক গুগল প্লাসে শেয়ার করা হয়, তবে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যিনি লিঙ্কটি শেয়ার করেছিলেন তার নামটিও লিঙ্কের নিচে দেখা যাবে।

বাংলাদেশ সময় ১৭২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।