ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কর্মচারীদের আইফোন ক্রয়ে প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা!

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
কর্মচারীদের আইফোন ক্রয়ে প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা!

নতুন আইফোন উন্মুক্ত হলেই বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীরা ফোনটিকে নিজের করে পেতে কত না কান্ডই ঘটান। এবার সেই আইফোন ফোবিয়ার লাগাম টানতেই হয়ত পুরো উল্টো পথে হাঁটলো চীনের একটি প্রতিষ্ঠান।

তারা রীতিমত নতুন নীতিমালা ঘোষণা করেছে আইফোন ক্রয় রোধে।

চীনের স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর মধ্য চীনের হেনান প্রদেশের একটি প্রতিষ্ঠান তার কর্মকর্তা-কর্মচারীদের জন্য আইফোন বিষয়ে একটি নতুন নীতিমালা প্রকাশ করে।

সেই নীতিমালা অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা কর্মচারী নতুন আইফোন ৭ বা আইফোন ৭ প্লাস কোনটাই কিনতে পারবেন না। আর এই নয়ম যদি কেউ ভঙ্গ করে, তাহলে তাকে অবশ্যই চাকরিচ্যুত করা হবে।

প্রকাশিত নীতিমালায় প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা আশা করছে প্রতিষ্ঠানের সকল কর্মীরা তাদের বাবা-মা এবং সন্তানের প্রতি অধিক যত্নবান হবেন। এছাড়া নীতিমালায় বিদেশি পণ্যের বদলে চীনে উৎপাদিত পণ্য ক্রয়ে কর্মীদেরকে উৎসাহিত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির এমন কান্ডে চীনের গণমাধ্যম জুড়ে এ নিয়ে খবর প্রকাশিত হলেও কোথাও ঐ প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।