ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ‘পাসকোড প্রটেকশন ফিচার’

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
হোয়াটসঅ্যাপে ‘পাসকোড প্রটেকশন ফিচার’

ব্যবহারকারীদের চ্যাটিং’কে আরো নিরাপদ করতে পাসকোর্ড প্রটেকশন ফিচার যুক্তের কথা ভাবছে হোয়াটসঅ্যাপ। খবরটি কোনো তথ্য ফাঁসকারী সুত্র হতে আসেনি, আসলে বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ প্রতিষ্ঠানের এটা আভাস।

তাই প্রত্যাশা করতেই পারে হোয়াটসঅ্যাপের ১০০ কোটিরও অধিক ব্যবহারকারী।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হচ্ছে। যেখানে বলা হয়েছে, এবার হয়ত চ্যাটিং সুরক্ষায় পাসকোর্ড প্রটেকশন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি ব্যবহারকারীরা ঐচ্ছিকভাবে ব্যবহার করতে পারবেন।

তথ্য মতে, স্বেচ্ছাসেবকদের কাছে পাঠানো হোয়াটসঅ্যাপের ট্রান্সলেশন রিকোয়েস্টে তথ্যটি প্রতীয়মান হয়।

এ বিষয়ে অ্যান্ড্রয়েড অথরিটি ছয় ডিজিটের পাসকোর্ড প্রটেকশন ফিচার সম্পর্কে কিছু তথ্য স্পষ্ট করেছে। স্বেচ্ছাসেবকদের কাছে প্রতিষ্ঠানের পাঠানো ট্রান্সলেশন রিকোয়েস্টে ছিল টেক্সট স্ট্রিংস। যেটা প্রতিষ্ঠানটির পাসকোর্ড প্রটেকশন নিয়ে কাজ করার বিষয়টি লক্ষণযুক্ত করছে।

এছাড়া প্রতিবেদনটিতে তুলে ধরা কয়েকটি ফ্রেইজের মধ্যে রয়েছে ‘এন্টার দ্য কারেন্ট সিক্স ডিজিট পাসকোর্ড’, পার্সকোড ডনট ম্যাচ, ট্রাই এগেইন এবং এন্টার এ রিকোভারি ইমেইল এড্রেস’।

আর এই ফ্রেইজগুলো ইঙ্গিত দেয়, ব্যবহারকারীরা কোনো কারণে ছয় ডিজিটের পাসকোর্ড ভুলে গেলে মেইল রিকোভারি অপশন পাচ্ছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, এই রিকোভারি মেইল সম্ভবত শুধু একটি অপশন হিসেবে সংরক্ষণ করা যাবে।

তবে অ্যাকাউন্ট লক হয়ে গেলে ইমেইল প্রয়োজন হবে বিষয়টি কারো কারো কাছে আশ্চর্যজনক লাগছে। যদিও আপাতত স্পষ্ট নয় যে হোয়াটসঅ্যাপ এমন কোনো অপশন রাখবে কিনা যে পাসকোর্ড ফিচার যুক্তের সময় এটা আবশ্যক না ঐচ্ছিক হবে।

এছাড়া হোয়াটসঅ্যাপে আসন্ন সব ফিচার নিয়ে পূর্বে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ট্রান্সলেশন রেকোয়েস্টস এখন বিশ্বস্ত নির্দেশক হিসেবে বিবেচিত।
চলতি বছরের শুরুর দিকে সব প্লাটফর্মের জন্য এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তির বাস্তবায়ন করে হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি সময়ে চ্যাটিং মাধ্যমটি অ্যান্ড্রয়েড এবং আইফোন অ্যাপে মেনশন ফিচারটিও চুড়ান্ত করে। সুবিধাটি পেতে গ্রুপ চ্যাটের সময় ব্যবহারকারীদের অ্যাড চিহৃটি ব্যবহার করতে হয়। স্বয়ংক্রিয়ভাবে গ্রুপের সদস্যদের নাম উল্লেখ করে এটি।

উল্লেখ্য, ফিচারটি বর্তমানে শুধুমাত্র গ্রুপ চ্যাটে সীমাবদ্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।