ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্ল্যাকবেরি যুগের অবসান

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
ব্ল্যাকবেরি যুগের অবসান

ঢাকা: ‘কোয়ার্টি’ (Qwerty) কিবোর্ডের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত কানাডিয়ান বহুজাতিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি স্মার্টফোনের আর কোনো নতুন মডেল তৈরি করবে না বলে ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে অবসান হলো ব্ল্যাকবেরি যুগের।

 

মূলত স্মার্টফোনের মার্কেট লিডার অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে দৌঁড়ে টিকতে না পেরে ১৪ বছর পর বাজার থেকে নিজেদের গুটিয়ে নিল প্রতিষ্ঠানটি।  

পুরো বিশ্ব যেখানে টাচস্ক্রিন প্রযুক্তির পেছনে ছুটছে সেখানে কিবোর্ডে ক্রেতা আগ্রহ হারিয়ে মুনাফা ঝুঁকিতে থাকা ব্ল্যাকবেরিকে শেষ পর্যন্ত ‘আত্মঘাতী’ এ সিদ্ধান্ত নিতে হলো।

এখন থেকে কোম্পানিটি মোবাইল ফোনের সফটওয়্যার তৈরির ওপর পুরোপুরি মনোনিবেশ করবে।  

এ বিষয়ে ব্ল্যাকবেরির চিফ এক্সিকিউটিভ ও এক্সিকিউটিভ চেয়ারম্যান জন চেন বলেন, আমরা সফটওয়্যার উন্নয়নে জোর দিচ্ছি, নিরাপত্তা ও অ্যাপ্লিকেশনের বিষয়টিও এর মধ্যে অর্ন্তভুক্ত।

চলতি বছরের সবশেষ প্রান্তিকে ৩৭ কোটি ডলারের বেশি ক্ষতির রিপোর্ট দেয়। মূলত এরপরই স্মার্টফোন বাজার থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার ঘোষণা দিল প্রফেশনালদের পছন্দের তালিকায় থাকা ব্ল্যাকবেরি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬ 
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।