ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উৎসব আসছে বাংলাদেশে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
উৎসব আসছে বাংলাদেশে

এসেছে উৎসবের আগমন বার্তা। আমেরিকা-ইউরোপ-এশিয়া-অস্ট্রেলিয়া মাতিয়ে এবার দেশের মানুষের জন্য সব আয়োজন নিয়ে আসছে উৎসববিডি.কম

উৎসব মানেই আনন্দ হৈ-হল্লা। আর মানুষ সবচেয়ে বেশি আনন্দিত হয়, খুশির বন্যা বয়ে যায় তখনই যখন তার হাতে পৌঁছে যায় কোন উপহার। উৎসবই পৌঁছে দেবে সেই উপহার।

আগামী ১৪ অক্টোবর ঢাকায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে উৎসববিডি.কম। সব আয়োজন সম্পন্ন। রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়েই হবে এই যাত্রা। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।    

যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম উৎসব.কম’র সিস্টার কনসার্ন হয়েই উৎসব.কম.বিডি বাংলাদেশে আসছে। এরা ঘরে ঘরে উপহার পৌঁছে দেয়। আমেরিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়ার দেশে দেশে যেখানেই রয়েছেন বাংলাদেশি তাদের কাছে প্রিয়জনের উপহার পাঠিয়ে কিংবা তাদের পাঠানো উপহার দেশে প্রিয়জনের কাছে পৌঁছে দিয়ে সুনাম অর্জন করেছে উৎসব.কম।

উৎসবের উদ্যোক্তা রায়হান জামান যুক্তরাষ্ট্রে স্বনাম ধন্য অটোমোবাইলস বিক্রেতা হিলসাইড হন্ডার উচ্চপদে আসীন এক বাংলাদেশি-আমেরিকান।

তিনি জানালেন, প্রিয়জনের পাঠানো উপহার যথাসময়ে যথাস্থানে সরবরাহ করাই আমাদের কাজ। আর এজন্য আমরা ব্যবহার করি একটি ইন্টার‌্যাক্টিভ অনলাইন পোর্টাল।  

তিনি বাংলানিউজকে বলেন, অনলাইন মূলত সবকিছু সহজ করে দিয়েছে, আমরাও মানুষের ভালোবাসা প্রকাশের প্রক্রিয়াটিকে সহজ করে দিয়েছি। কারো ভালোবাসার বার্তা, ভালোবাসার উপহার নিয়ে পৌঁছে দিচ্ছি যথাসময়ে, যথাস্থানে।

উৎসববিডি.কম কি করবে? সে প্রশ্নে জানালেন, বাংলাদেশ থেকে যদি কেউ তাদের প্রবাসী আত্মীয়-স্বজনকে উপহার পাঠাতে চায় তা পৌঁছে দেওয়া হবে। আর উৎসববিডি বাড়তি সুযোগ হিসেবে আনছে দেশের ভেতরেই অর্ডার নিয়ে দেশেরই বিভিন্ন স্থানে তা পৌঁছে দেওয়া।

ডিজিটাল বাংলাদেশ কনসেপ্ট গ্রহণ ও তার বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারকে ধন্যবাদ জানিয়ে রায়হান জামান বলেন, এ কারণে ই-কমার্স অত্যন্ত সহজ হয়েছে। যা জনজীবনকেও সহজ করে তুলেছে।  

রায়হান বলেন, নাগরিক জীবনে ব্যস্ত মানুষগুলোকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই উৎসববিডির মূল উদ্দেশ্য। দেশের ভেতরে খাদ্য ও মুদী সামগ্রী, উপহার পৌঁছে দিবে উৎসববিডি.কম।

ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরতো বটেই দেশের সকল শহরেই উৎসবের এই সেবা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন। এরই মধ্যে আগ্রহীরা অনলাইনে তাদের অর্ডার দেওয়া শুরু করেছে। রায়হান জামান বলেন, গ্রাহককে সর্বোচ্চ সেবা দেওয়াই থাকবে তার প্রতিষ্ঠানের অঙ্গীকার। আর সবচেয়ে বড় অঙ্গীকার, সবাইকে সারাক্ষণ উৎসবের আনন্দে মাতিয়ে রাখা।  

বাংলাদেশ সময় ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।