ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবার ‘বিস্ফোরণ’ স্যামসাং ওয়াশিংমেশিনে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এবার ‘বিস্ফোরণ’ স্যামসাং ওয়াশিংমেশিনে

ঢাকা: মোবাইল বিস্ফোরণ কাণ্ডের কূল কিনারায় ব্যস্ত স্যামসাংয়ের বিপক্ষে এবার আরেকটি মামলা ঠুকে দিয়েছেন এক ক্রেতা। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, তার ব্যবহৃত স্যামসাং ব্র্যান্ডের ওয়াশিংমেশিনটি বিস্ফোরণ হয়েছে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কনজ্যুমার প্রোডাক্ট সেফটি কমিশনের (সিপিএসসি) কাছে স্যামসাংয়ের ওয়াশিংমেশিনে সমস্যাজনিত বিভিন্ন অভিযোগ জমা পড়ে।

তবে বিষয়টি নজরে আসে যখন যুক্তরাষ্ট্রে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগপথে উল্লেখ করা হয়, এ ধরনের বিস্ফোরণে যে কেউ আহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতিও হতে পারতো।  

অবশ্য মার্চ ২০১১ থেকে এপ্রিল ২০১৬ সাল পর্যন্ত কয়েকটি ওয়াশিংমেশিন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে স্যামসাং।

এক বিবৃতিতে স্যামসাং বলেছে, কদাচিৎ ঘটনায় ক্ষতিগ্রস্ত মেশিনটিতে অস্বাভাবিক ভাইব্রেশনের লক্ষণ দেখা গেছে। যা থেকে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারতো। এক্ষেত্রে মেশিনটি কম স্পিডে ব্যবহারের পাশাপাশি অল্প সংখ্যায় কাপড় পরিষ্কারের পরামর্শ দেওয়া হয়।

এদিকে বিস্ফোরণের বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো মডেলের কথা উল্লেখ করেনি স্যামসাং। তবে ব্যবহারকারীকে তার পণ্যটি যাচাইয়ের পরামর্শ দিয়েছে।

সম্প্রতি নোট ৭ হ্যান্ডসেটের ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ক্রেতা স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।