ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল সার্চে পক্ষপাতিত্ব, অভিযোগ ট্রাম্পের!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
গুগল সার্চে পক্ষপাতিত্ব, অভিযোগ ট্রাম্পের!

বিতর্কিত মন্তব্য করাতে ট্রাম্পের জুড়ি মেলা ভার। যুক্তরাষ্ট্রের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তিনি তার সরস মন্তব্য দিয়ে পুরো নির্বাচনী মাঠ গরম করে রেখেছেন।

এবার তার অভিযোগের তীর সার্চ জায়ান্ট গুগলের দিকে।

ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে তার বিপক্ষে কাজ করছে বাজারের সবচেয়ে প্রভাবশালী সার্চ ইঞ্জিন। একইসাথে হিলারির বিতর্কিত কর্মকান্ডগুলো গুগল সার্চে চেপে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি দুই রাষ্ট্রপতি পদপার্থীর বিতর্কের পর গুগলভিত্তিক একটি জরিপে ট্রাম্পের থেকে হিলারি এগিয়ে থাকায় ক্ষুদ্ধ ট্রাম্প এ অভিযোগ তোলেন। জরপি অনুযায়ী হিলারী ৪ পয়েন্ট বেশি পেয়ে ট্রাম্পকে টপকে যান।

কিন্তু গুগলের যে জরিপ নিয়ে ট্রাম্পের এই অভিযোগ, তা গুগল নিজে করেনি। বরং গুগলের ভোক্তা জরিপের তথ্য ব্যবহার করে জরিপটি পরিচালনা করে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ইনডিপেনডেন্ট জার্নাল রিভিও।

গুগলের বিরুদ্ধে অভিযোগ করলেও বিষয়টির পক্ষে কোন উদাহরণ উপস্থাপন করতে পারেন নি ট্রাম্প। আর ট্রাম্পের এমন স্পর্শকাতর অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করতে রাজী হয়নি গুগল।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।