ঢাকা: সারাদেশে স্কুল কলেজে স্থাপিত ডিজিটাল ল্যাবে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করার বিষয়ে আইসিটি বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলার সেক্রেটারিয়েট ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই)।
রোববার (০২ অক্টোবর) তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কার্যালয়ে এই স্মারক সই হয়।
স্মারক অনুযায়ী, সারাদেশে শেখ রাসেল কম্পিউটার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাবের অধীনে স্থাপিত ২০০১টি ল্যাবের রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধায়নের জন্য সিআরআই সমন্বয়ক ও তত্ত্বাবধায়ক নিয়োগ করবে।
দুই বছর মেয়াদী, অর্থাৎ ২০১৮ সাল পর্যন্ত এই চুক্তির অধীনে সিআরআই প্রতিটি ল্যাবে দু'জন করে সমন্বয়ক ও ১০ জন করে স্বেচ্ছাসেবক নির্বাচন করবে যারা স্কুল-কলেজের শিক্ষার্থীদের কিছু মৌলিক প্রশিক্ষণ দেবে এবং ল্যাবের রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধায়নের দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
আইএ