ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গাল ভরা বুলিতে মুঠোভরা টাকা তুলছে ব্র্যান্ড ফোরাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
গাল ভরা বুলিতে মুঠোভরা টাকা তুলছে ব্র্যান্ড ফোরাম

ঢাকা: গালভরা বুলি ছড়িয়ে মুঠো মুঠো টাকা হাতিয়ে নিচ্ছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) নামের একটি প্রতিষ্ঠান। এদের পোশাকে চোস্ত ও বাকে পটু জনাকয়েক কর্মী চাকচিক্য দিয়েই এ অর্থ বাগিয়ে নিচ্ছেন।

মোটা অংকে অর্থ হাতিয়ে নিতে চালিয়ে যাচ্ছেন ‘ডিজিটাল মার্কেটিং সামিট’ নামে একটি সিরিজ কর্মসূচি।
 
বাংলানিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ব্র্যান্ড ফোরামের সঙ্গে। জানতে চাওয়া হয়, এই ডিজিটাল মার্কেটিং নিয়ে তাদের কোনো জরিপ আছে কি না? কিংবা তাদের কোনো ধারণা আছে কি না? কোনো উত্তর দিতে পারলেন না ব্র্যান্ড ফোরামের মুখপাত্র সাজিদ মাহবুব।
 
বলার দায় তুলে দিলেন ডিজিটাল মার্কেটিং যারা করছে তাদের দিকে। বললেন, এটা তাদের কাজ।  
 
তাহলে ব্র্যান্ড ফোরাম কী করবে? ব্র্যান্ড ফোরাম কি কোনো থিংক ট্যাংক? যদি তাই হয়? তাহলে কে বা কারা এই থিংক ট্যাংক। কোন অ্যাকাডেমিক যোগ্যতা, অর্থবহ প্রশিক্ষণ, কিংবা অর্জনের জোরেই তারা এমন কাজ চালিয়ে যাচ্ছেন? সে প্রশ্নের উত্তর দিতেও মুখপাত্র দায় ঠেলে দিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দিকে।  
 
তিনি নিশ্চয়তা দেন, এমডি শরিফুল ইসলাম ১০ মিনিটের মধ্যে বাংলানিউজকে ফোন করে কথা বলবেন।
 
কিন্তু এতো আলোচনা কেন? ব্র্যান্ড ফোরামের মুখপাত্র এই প্রশ্নটি করলেন বাংলানিউজকে। জানানো হলো, আগামী ৮ অক্টোবর রাজধানীর একটি পাঁচতারা হোটেলে তারা যে ডিজিটাল মার্কেটিং সামিট আয়োজন করতে যাচ্ছেন সে নিয়ে রিপোর্ট করতেই আলোচনা।   
 
তখন সামিট নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেন এই মুখপাত্র। জানান, তারা প্রত্যাশা করছেন অন্তত সাড়ে তিন শ’ থেকে চার শ’ জন এই সামিটে অংশ নেবেন।  
 
নড়ে চড়ে বসার মতো তথ্য। কারণ এদের প্রত্যেকের কাছ থেকে ১৫ হাজার টাকা করে আদায় করতে যাচ্ছে ব্র্যান্ড ফোরাম। যাতে মোট অর্থ দাঁড়াবে ৬০ লাখ টাকা।  
 
এক দিনের আয়োজন। তাতে জনপ্রতি ১৫ হাজার টাকা করে ফি ধার্য করা হয়েছে। বাংলানিউজ প্রশ্ন করে, আয়োজনটি কেমন হবে? আর এতে কারা অংশ নেবেন? 
 
উত্তরে সাজিদ মাহবুব জানান, এর আগেও তাদের একই ধরনের দু’টি কর্মসূচি হয়েছে। তাতেও সমসংখ্যক অংশগ্রহণকারী ছিলেন। এরা সবাই দেশের ডিজিটাল মার্কেটিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত। অনেক প্রতিষ্ঠানের সিইও-সিএমওরাও এতে অংশ নেন।  
 
কর্মসূচিটিকে সামিট কেনো বলা হচ্ছে, যারা এতে অংশ নিচ্ছেন তারা কতটা শীর্ষ পর্যায়ের কিংবা যারা এতে শেখাতে আসছেন তারাই কতটা সর্বোচ্চ পর্যায়ের, সে নিয়ে কথা বলতে চাননি মুখপাত্র।
 
তবে তিনি বললেন, এই আয়োজনে থাকবেন ফেসবুক ক্রিয়েটিভ শপ ফর অ্যাপাক এর পরিচালক ফার্গুস ও’হ্যারে, আলিবাবা গ্রুপের প্রোডাক্ট অপারেশন ম্যানেজার মেহেদি রেজা, গ্রে গ্রুপ এশিয়া প্যাসিফিক এর ডিজিটাল লিড সুরেশ রামাস্বামী ও আইএমআরবি’র মিডিয়া বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট হেমন্ত মেহতা।
 
আর আয়োজনটি হবে আলোচনাভিত্তিক। তাদের আলোচনা শুনে আলোকিত হবেন অংশগ্রহণকারীরা।
 
এ ধরনের ডিজিটাল মার্কেটিং সামিট দেশের ডিজিটাল মার্কেটিংয়ের বাজার তৈরিতে কী ভূমিকা রাখতে পারে? সে প্রশ্নেও সদুত্তর মেলেনি আয়োজকদের কাছ থেকে।  
 
তবে তারা দাবি করেছেন, অপেক্ষাকৃত তরুণ ও ছোট ছোট স্টার্টআপ যাদের রয়েছে, তারা আগ্রহ দেখালে বিনামূল্যেও এই সামিটে অংশ নেওয়ার সুযোগ থাকবে।  
 
এই ধরনের আয়োজন কতটা ফলপ্রসূ, সে নিয়েও এমডিই কথা বলবেন বলে জানান মুখপাত্র।  
 
তবে সোমবার সন্ধ্যায় ১০ মিনিটের কথা বলা হলেও মঙ্গলবার সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত ব্র্যান্ড ফোরামের এমডি শরিফুল ইসলাম বাংলানিউজকে কোনো ফোন করেননি।
 
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এইচএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।